Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৩১ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  4. অপরাধ
  5. অপরাধ

কুষ্টিয়ার ব্যবসায়ীর হারিয়ে যাওয়া গরু জবাই, ইউপি সদস্যের নামে মামলা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ মে ২০২১, ৫:৫১ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন, রাজবাড়ীঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলহাট ইউনিয়নের ব্যাবসায়ী ইউপি সদস্য আইয়ুব আলী ঢাকায় নেওয়ার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে হারিয়ে যাওয়া একটি ষাড় গরু জবাই করে মাংস বিতরণের অভিযোগ উঠেছে দৌলতদিয়া ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল গাফ্ফার খার বিরুদ্ধে।

গত ১২ মে দিবাগত রাত সাড়ে দশটার দিকে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাট এলাকায় গরু পারাপারের ট্রলার ঘাটে দুটি গ্রামবাংলা নসিমনে ২০টি গরু বোঝাই করে নদী পাড়ি দিতে নামানো হয়। এ সময় ১৯টি গরু ট্রলারে তোলা হলেও ১টি গরু সবার অগোচড়ে হারিয়ে যায়। কালো রংয়ের ষাড় গরুটির মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। খোজ করেও না পাওয়ায় পরদিন ভোরে খুঁজতে বের হন ঘাট ইজারাদার খবির মন্ডল, আমজাদ মন্ডল, মোকছেদ মন্ডল, বাবু মন্ডল সহ কয়েকজন। এসময় তারা জানতে পারেন দৌলতদিয়ার আংকের শেখ পাড়ায় স্থানীয় ৭নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল গাফফারের নেতৃত্বে হারিয়ে পাওয়া গরুটি জবাই করে মাংস কাটা হচ্ছে। তাৎক্ষনিকভাবে সবাই ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা পান। সেখানে উপস্থিত হলে মাংস কাটতে থাকা লোকজন তরিঘরি করে মাংস ও চামড়া সরিয়ে ফেলেন। এসময় জানতে চাইলে তারা বলেন, এই গরুটি তারা নদীর কাছে পেয়েছেন।

ট্রলার ঘাট ইজারাদার খবির মন্ডল জানান, কুষ্টিয়ার গরু ব্যাবসায়ী আইয়ুব আলী মেম্বার দুটি গ্রাম বাংলা বাহনে ২০টি গরু নিয়ে ট্রলারে পারাপার করতে ঘাটে আনেন। সেময় ১৯টি গরু ট্রলারে তোলা হলেও ১ টি গরু হারিয়ে যায়। অনেক খুজেও গরুটির সন্ধান মেলেনি। পরদিন গরুটি স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার গরুটি স্থানীয়দের নিয়ে জবাই করে মাংস ভাগাভাগি করেছেন।

ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, ২০টি গরু কুষ্টিয়ার দক্ষিন মনহরপুর চড়াইকুল হাট থেকে দুটি গ্রাম বাংলা বাহনে রাত সাড়ে সাতটার দিকে ঢাকার উদ্দ্যেশে পাঠাতে তিনি আসেন। রাত সাড়ে দশটার দিকে দৌলতদিয়া ঘাটে পৌছলে ১৯টি গরু ট্রলারে তোলা হলেও ১টি হারিয়ে যায়। পরদিন সকালে ট্রলার ঘাটের ইজারাদার ও ট্রলার মালিক খবির মন্ডল ইউপি সদস্য গাফফার মেম্বার গরুটি পেয়ে জবাই করে মাংস ভাগাভাগি করার খবর পান। এ বিষয়ে গোয়াগালন্দ ঘাট থানায় গাফফার মেম্বারকে ১নং আসামী করে ৭ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত দৌলতদিয়া ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল গাফফার সংবাদের সত্যতা স্বীকার করে বলেন, তিনি একটি গরু নদীর পারে অসুস্থ অবস্থায় পান। সেখান থেকে স্থানীয়দের সহযোগীতায় গরুটি বাড়িতে আনেন। এ বিষয়ে দৌলতদিয়ার ইউপি চেয়ারম্যান ও গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অবহিত করেন। পরে তাদের ও স্থানীয়দের পরামর্শে অসুস্থ গরুটিকে জবাই করেন। তবে গরু ব্যাবসায়ী তাদের সাথে যোগাযোগ করলে গরুটির দাম তারা সবাই মিলে পরিশোধ করবেন বলে জানান।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, এ বিষয়ে থানায় গরুর মালিক ইউপি সদস্য আব্দুল গাফফা কে ১নং আসামী করে ৭ জনের নামে বৃহস্পতিবার রাতেই থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে বলেন তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দের আলোচিত পীর নুরাল হক পাগলের ইন্তেকাল

গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক আটকে ধান মাড়াই, পথচারীদের দুর্ভোগ

রাজবাড়ীর পাংশায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ, চার প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দে জোর করে ধর্ষণ, আসামী গ্রেপ্তার

রাজবাড়ী সদর হাসপাতালে ৮ মাসে দুদকের তিন দফা অভিযান, সত্যতা মিললো অনিয়মের

প্রবাসীকে পিটিয়ে জখমের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে হরতাল

রাজবাড়ীতে প্রবল স্রোতে পদ্মায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড, ফেরিসহ নৌযান চলাচলে ঝুঁকি

চাঁদা না পেয়ে প্রবাসীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরে নিজের জন্মদিন পালন না করে বৃদ্ধা আশ্রমের নিবাসীদের খাওয়ালেন কলেজ ছাত্রী শর্মি

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ড্যাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

ভারী বৃষ্টিতে ধ্বসে যাওয়া রাস্তা মেরামতের দায়িত্ব নিলেন প্রবাসী সালমান