ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গত শনিবার রাতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। সেই সাথে মোটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্যকে তারা গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ঢাকা জেলার দোহারের পালকুন্ড গ্রামের রিপন শেখের ছেলে রাসেল শেখ, ফরিদপুর জেলার নগরকান্দার মানিকদি গ্রামের দুলাল শেখের ছেলে আজিজুল শেখ এবং একই জেলার দক্ষিণ চর মাধবদিয়া গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে বাদশা ফকির।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, শনিবার (৮ মে) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শহিদওহাবপুর ইউনিয়নের কুটিরহাট বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ওই চোরদের দুই জনকে কোলারহাটর বাজার এলাকা থেকে আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যরা ফরিদপুরের নগরকান্দাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটিসহ আরো তিনটি চোরাই ডিসকোভারী মোটরসাইকেল উদ্ধার করার পাশাপাশি তিন জন চোরকে গ্রেপ্তার করা হয়।
রোববার বিকালে সদর থানায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত চোর চক্রের তিন সদস্যের নামে থানায় মামলা দায়ের করে।