মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ গত মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার মৌরাট ইউনিয়নের পশ্চিম বাগদুলী খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি ১টি ওয়ানশুটার গান ও ২ রাউন্ড গুলিসহ চরমপন্থী সন্ত্রাসী মনোয়ার মন্ডল অরফে মনো (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
সে পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের লিয়াকত মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র ও চাঁদাবাজিসহ পৃথক ৮টি মামলা রয়েছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেনের সার্বিক তত্বাবধানে এস.আই হুমায়ন রেজা, এস.আই মাহবুবুল আলম ও এ.এস.আই জহিরুল হক সহ সঙ্গীয় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পশ্চিম বাগদুলী খেয়াঘাট এলাকার জনৈক ভ্যানচালক রাজ্জাক মন্ডলের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। রাজ্জাক মন্ডল চরমপন্থী সন্ত্রাসী মনোর আত্মীয়। কয়েকদিন হলো ওই বাড়ীতে সে পালিয়ে ছিল।
এ ঘটনায় এস.আই মাহবুবুল আলম বাদি হয়ে চরমপন্থী সন্ত্রাসী মনোর বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২১, তারিখ ২৭/০৪/২০২১ খ্রি.। ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)(এফ)। মামলাটি পাংশা মডেল থানার এস.আই হুমায়ুন রেজা তদন্ত করছেন।