ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে অতি মাত্রায় তাপ প্রবাহের কারনে জন জীবন অতিষ্ঠ হয়ে পরেছে। প্রতিদিনই তাপ মাত্রা বাড়ছে। গতকালের চাইতে বুধবার ৪ ডিঃ সেঃ তাপমাত্রা বেড়েছে। বুধবার ৪২ ডিঃ সেঃ তাপমাত্রা রাজবাড়ীতে প্রবাহিত হচ্ছে। অতি গরমে সাধারন জনজীবন থমকে গেছে।
এর প্রভাবে রাস্তায় জন সাধারনকে খুব একটা চলাচল করতে দেখা যায়নি। অতি প্রয়োজনে কিছু মানুষ ঘর থেকে বের হয়েছেন। তাছাড়া লোকজনের ভিড় তেমন একটা দেখা যায়নি। তবে বাজারে নিত্য প্রয়োজনীয় দোকানে ক্রেতার চাপ একটু বেশি ছিল। রাস্তায় যানবাহনের সংখ্যাও কম দেখা গেছে। অতি প্রয়োজন ছাড়া মানুষ বাহিরে বের হচ্ছেন কম। গরমে গাছের নিচে কর্মজীবি মানুষদের ঠায় বসে থাকতে দেখা গেছে। কাজ না থাকলেও তারা কাজের আশায় বিভিন্ন স্থানে এভাবে বসে আছেন কাজের খোঁজে।