ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে পূর্ব শত্রতার জেরে সুজন নামে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সুজন সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয় দুইজন। তারা হলেন একই এলাকার রিমন ও ইমরারুল ইসলাম। অহতদের মধ্যে রিমনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রশাদপুরের ভাদালে ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়রা ও অহত ইমরারুল ইসলাম জানায়, ইফতার শেষে সুজন, রিমন ও ইমরারুল ইসলাম গঙ্গাপ্রশাদপুরের ভাদালে ব্রীজ এলাকায় বসে ছিলো। হঠাৎ একদল দুবৃর্ত্তরা এসে তাদের উপর এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে দ্বায়িত্বরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।