নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার সকালে স্থানীয় এক গৃহবধু দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবক মো. নজরুল শিকদার (৪০) গোয়ালন্দ পৌরসভার ৮নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের আহম্মদ আলী শিকদারের ছেলে। তবে গ্রেপ্তারকৃত নজরুলের পরিবারের দাবী, সে ষড়যন্ত্রের শিকার।
গোয়ালন্দ ঘাট থানায় গৃহবধুর দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের গৃহবধুর (৩৮) স্বামী পাঁচ বছর আগে মারা যান। তার ঘরে ১৬ বছর বয়সী একজন মেয়ে ও ১৪ বছর বয়সী একজন ছেলে সন্তান রয়েছে। স্বামী মারা যাওয়ায় অভাবের কারণে নজরুল শিকদারের মুরগীর ফার্মে তিনি শ্রমিকের কাজ করতেন। গত ৫ এপ্রিল সকালে ফার্মে কাজে গেলে ফার্মের মালিক নজরুল শিকদার তাকে তার অফিস কক্ষে ডেকে পাঠান। এ সময় ঘরের দরজা বন্ধ করে দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় তাকে (গৃহবধু) বিবাহ বন্ধনে আবদ্ধ করার অনুরোধ জানান। এরপর তার কথায় রাজি হবে মর্মে ওয়াদা করিলে গৃহবধুকে ছেড়ে দেন। একদিন পর ৭ এপ্রিল তিনি পুনরায় ফার্মে কাজে যান এবং এ সময় তাকে বিবাহের কথা বলিলে তাতে রাজি হননি। বিষয়টি তিনি বাড়ি ফিরে পরিবারের ভাই সহ অন্যান্যদের অবগত করেন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও না পারায় অবশেষে গতকাল বুধবার সকালে তিনি গোয়ালন্দ ঘাট থানায় এসে নজরুল শিকদারকে অভিযুক্ত করে একটি ধর্ষণ চেষ্টার মামলা (নং-১৭) দায়ের করেন।
এদিকে বিষয়টি গভীর ষড়যন্ত্রমূলক বলে পৌরসভার স্থানীয় কাউন্সিলর সহ নজরুলের পরিবারের লোকজনের দাবী, মাঝেমধ্যে নজরুলের সাথে ওই গৃহবধুর মুঠোফোনে কথাবার্তা হতো। তার মানে এই নয় যে তাকে ধর্ষণের চেস্টা করেছে। তাকে ষড়যন্ত্রমূলক হয়রানী করতেই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, অভিযোগ পেয়ে পুলিশ বুধবার সকালেই নজরুল শিকদারকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে।