ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ সরকারি গোয়ালন্দ কামরুল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে যুব-সমাজ মাদক এর হাত রক্ষা করার লক্ষে গোয়ালন্দের বিভিন্ন অঞ্চলের ছাত্রলীগের নেতৃবৃন্দের হাতে ক্রিড়া সামগ্রী ফুটবল বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল ৪ টার সময় গোয়ালন্দ বাসস্টান্ডে কলেজ ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে ফুটবল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অন্তর মাহমুদ জাকির, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: টিটন সরদার, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো: বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসাইন সহ কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ বাবু মন্ডল বলেন, বর্তমান যুব সমাজ অনেকটাই খেলাধুলা থেকে দুরে চলে যাচ্ছে ও প্রতিনিয়ত মাদকে আসক্ত হচ্ছে তাই আমরা যুব-সমাজকে খেলাধুলায় আগ্রহ বাড়াতে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলার বিভিন্ন অঞ্চলে ফুটবল পৌছে দিচ্ছি। আমরা আশা করি যুবসমাজ খেলাধুলামুখী থাকলে দেশের জন্য কিছু করতে পারবে।