Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

রাজবাড়ীর বসন্তপুরে ট্রেন–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ মার্চ ২০২১, ১১:৩৩ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে ট্রেন ও মাটিবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১জন। মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে এ সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক পলাশ শেখ (৩০) ও সহকারী (হেলপার) মিলন সরদার। পলাশের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামে। তাঁর বাবার নাম ইউসুফ আলী শেখ। মিলনের বাবার নাম দুলাল সরদার। তিনি সরদারপাড়া গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তির নাম বাবলু মোল্লা (৫৫)। তিনি বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আনছের মোল্লা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজবাড়ী হয়ে রাজশাহীতে প্রতিদিন একটি আন্তঃনগর ট্রেন মধুমতি যাতায়াত করে। ট্রেনটি বেলা সোয়া তিনটার দিকে বসন্তপুর স্টেশন বাজার এলাকা অতিক্রমের সময় কামাল মিয়ার ইটভাটার সামনে রেললাইন পার হচ্ছিল ইটভাটার মাটিবাহী ছোট ট্রাক। রেললাইনের মাঝখানে থাকা ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ছিটকে এসে রেললাইনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারী বাবলু মোল্লার ওপর পড়ে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পর পলাশ ও মিলন মারা যান।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে রাজবাড়ী থেকে ইঞ্জিন এনে ট্রেনটি নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজবাড়ী রেলস্টেশনের মাস্টার শিমুল বিশ্বাস সন্ধ্যা সাতটায় বলেন, মধুমতি ট্রেন ফরিদপুরের ভাঙ্গা থেকে বিকেলে পৌঁছায়। কিন্তু দুর্ঘটনার কারণে ট্রেনটি খুব ধীরে ধীরে আসায় এখনো রাজবাড়ী স্টেশনে পৌঁছায়নি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ পাঁচ মামলার আসামী গ্রেপ্তার

রাজবাড়ীতে বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাৎকারী মিটার রিডারম্যান গাজীপুর থেকে গ্রেপ্তার

দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন

এসএসসির ফলাফলে রাজবাড়ী সদর এগিয়ে-পিছিয়ে পাংশা, দাখিল ও ভোকেশনালে এগিয়ে গোয়ালন্দ

রাজবাড়ী সদর হাসপাতাল সড়ক যেন ডুবন্ত মরণ ফাঁদ! দুর্ভোগ

রাজবাড়ীর পাংশায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনা কর্মকর্তাসহ কয়েক বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৬

৬ দফা দাবি বাস্তবায়নে রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমানের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

রাজবাড়ীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

রাজবাড়ীতে পালিত হয়েছে পবিত্র আশুরা, হাজারো ভক্তের অংশগ্রহণে বের হয় তাজিয়া মিছিল

রাজবাড়ীতে বিএনপির প্রতিনিধি সভায় ওয়ার্কাস বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

রাজবাড়ীতে আল্লা নেওয়াজ খায়রু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দিশারী সংঘ