মোক্তার হোসেন, পাংশাঃ সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে পাংশায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ। সকালে পাংশা পৌরসভা ও উপজেলার ১০ ইউনিয়ন থেকে পূজা নেতৃবৃন্দ ব্যানারসহ মাগুড়াডাঙ্গী শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে সমবেত হন। সেখান থেকে মৌনমিছিল করে কেন্দ্রীয় কালীমন্দির তিনরাস্তা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে কর্মসূচীতে অংশ নেয়।
পাংশা পৌরসভার নবনির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টার কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডুর সভাপতিত্বে সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি উত্তম কুমার সাহা, পরিষদের উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, গৌরাঙ্গ সংঘের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে, মাছপাড়া ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক আশীষ কুমার বর্দ্ধন, কশবামাজাইল ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্রনাথ বিশ্বাস, মৌরাট ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ ঘোষ, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাসুদেব প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু।
অনুষ্ঠানে শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক নিতাই বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ডলি রানী, জাকের পার্টির কেন্দ্রীয় হিন্দু ভক্ত ফ্রন্টের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর ধীরেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, কশবামাজাইল ইউপি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার মন্ডল, হাবাসপুর ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম বসাক, বিশিষ্ট ব্যবসায়ী অশোক পাল, অজয় কুমার ভদ্র, সুভাস দে, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের ইংরেজী বিভাগের চেয়ারম্যান দিলীপ বিশ্বাস, গোবিন্দ কুন্ডু, মহনলাল আগরওয়ালা, চয়ন বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।