নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর প্রায় ২৫ কেজি ওজনের এক পাঙ্গাশ মাছ বিক্রি হয়েছে ৬৩ হাজার ৭০০ টাকায়। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বাসিন্দা এক আমেরিকা প্রবাসী পাঙ্গাশ মাছটি কিনেন। তার আগে পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া কলার বাগান এলাকায় বেলা এগারটার দিকে জেলেদের জালে পাঙ্গাশটি ধরা পড়ে।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, স্থানীয়দের পাশাপাশি মানিকগঞ্জ এলাকার জেলেরা মাছ শিকারে নামেন। মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রতন হালদার জাল ও নৌকা নিয়ে আজ বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। দৌলতদিয়া ফেরি ঘাট থেকে প্রায় ৬ কিলোমিটার ভাটিতে বাহির চর দৌলতদিয়া কলার বাগান এলাকার নদরি মোহনায় জাল ফেলে। এ সময় নদীর মোহনায় জাল ফেলে কিছুক্ষণ অপেক্ষার পর ঝাকি দিলে বুঝতে পারেন বড় কিছু একটা আটকা পড়েছে। বেলা এগারটার দিকে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় আকারের একটি পাঙ্গাশ মাছ। বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার আড়তদার মোহন ম-লের আড়ত ঘরে। এ সময় পাঙ্গাশটি ওজন দিয়ে দেখতে পান প্রায় ২৫ কেজি হয়েছে। নিলামে তোলা হলে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা পাঙ্গাশটি কিনেন।
দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার চান্দু মোল্লা মৎস্য আড়তের সত্ত্বাধিকারী মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে বেচাকেনা শেষ করে বাড়িতে অবস্থান করছিলাম বড় এক পাঙ্গাশ মাছ শিকারের বিষয়টি জানতে পেরে দুপুর বারোটার দিকে ৬ নম্বর ফেরি ঘাটে আসেন। এ সময় আড়তদার মোহন ম-লের লোকজন বিক্রির জন্য নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৫০০ টাকা কেজি হিসেবে ৬২ হাজার ৫০০ টাকায় পাঙ্গাশটি কিনেন। তিনি বিক্রির জন্য নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে দেওয়ার পাশাপাশি পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। এ সময় ঢাকার এক বাসিন্দা আমেরিকা প্রবাসী কেজি প্রতি ৫০ টাকা করে লাভ দিয়ে ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৬৩ হাজার ৭৫০ টাকায় কিনেন। পরে ওই ব্যক্তির দেওয়া ঠিকানামতো দুপুরের পরই পাঙ্গাশটি পরিবহনের মাধ্যমে ঢাকায় পাঠিয়ে দেন। এই মৌসুমে এ ধরনের বড় পাঙ্গাশ আগেও এক-দুটি ধরা পড়েছে বলে জানান।