ফিরোজ আহম্মেদ ও সফিক মণ্ডল, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ‘রক্তের ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত, একজন সামাজিক সংগঠক, কাজ পাগল তরুণ আরাফাত মোল্লা (২৫) গতকাল সোমবার রাতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বিপরিত দিক থেকে আসা আরেক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। তাকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরাফাত মোল্লা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের কৃষক কালাম মোল্লার ছেলে। কালাম মোল্লা এবং আরিফা বেগম দম্পতির দুই মেয়ে ও একমাত্র ছেলে ছিল আরাফাত।
আরাফাত মোল্লা জাকের পার্টির অঙ্গ সংগঠন ছাত্রফ্রন্টের রাজবাড়ী জেলার সহসাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভা ছাড়াও গোয়ালন্দব্লাড ডোনার ক্লাবের সক্রিয় সদস্য এবং নিয়মিত রক্তদাতা ছিলেন।একজন সামাজিক সংগঠক, স্বেচ্ছাসেবক এবং খেলাধুলায় পারদর্শী ছিলেন।
আরাফাতের বড় চাচা আব্দুস সালাম মোল্লাসহ পারিবারিক সূত্র জানায়, আরাফাত মোল্লা ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছে। গত শুক্রবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। সোমবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায় পাড়া পর্যটন কেন্দ্র নতুন ব্রীজ এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল।
রাত অনুমান দশটার পর নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা অল্প বয়সী এক মোটরসাইকেল আরোহী এসে সরাসরি আরাফাতকে আঘাত করে। এতে গরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। অবস্থার অবনতি হওয়ায় আরাফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত।
এদিকে দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী মো. রাফিন (২১) বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শরীফ ইসলাম বলেন, সোমবার রাত দশটার দিকে গুরুতর আহত অবস্থায় আরাফাত সহ অপর আরেকজনকে হাসপাতালে আনা হয়। আরাফাতের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তবে মাথায় অভ্যন্তরীন অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে মনে করছেন।