Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২০ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. ধর্ম ও জীবন
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে শহীদ আব্দুল গণির ছেলে; ‘এখনো প্রতিদিন আব্বুকে খুঁজে বেড়ায়’

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজধানীর গুলশান-২ সিক্সসিজন নামক আবাসিক হোটেলে কারিগরি বিভাগে কাজ করতেন আব্দুল গণি (৪৫)। গত বছর ১৯ জুলাই ছুটির দিন অফিসের জরুরি ফোনে উত্তর বাড্ডা গুপিপাড়ার বাসা থেকে বের হন। পথে শাহজাদপুর বাঁশতলায় সংঘর্ষ চলাকালে মাথায় গুলি ডান পাশে লেগে আরেক পাশ দিয়ে বের হয়। স্থানীয় লোকজন হাসপাতালে নিলে মারা যান।

আব্দুল গণি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে। ২১ জুলাই রাতে তার লাশ গ্রামের বাড়ি খানখানাপুর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গণির পরিবারে স্ত্রী লাকি আক্তার, ছেলে আলামিন শেখ ও ৭ বছর বয়সী মেয়ে জান্নাত রয়েছে।

১৯ জুলাই আব্দুল গণির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) জুম্মার নামাজের পর নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া দোয়ার আয়োজন করে। এতে আসলাম মিয়াসহ দলীয় নেতাকর্মী, গণির পরিবারসহ কয়েকশ মানুষ শরীক হন। পরে আব্দুল গণির কবর জিয়ারতে অংশ নেন পরিবারের সদস্য, অ্যাডভোকেট আসলাম মিয়া সহ স্থানীয় অনেকে।

এ সময় আব্দুল গণির ছেলে আলামিন শেখ বলেন, ‘প্রতিদিন আব্বুকে খুঁজে বেড়ায়, কিন্তু পাইনা। আব্বুর কাছে কোনদিন কিছু চাওয়ার আগেই পেয়ে যেতাম। এখন কার কাছে চাইবো’। গত বছর জুলাই মাসে ঢাকায় অবস্থান করছিলাম। ১৯ জুলাই বেলা ১১টার দিকে আম্মু ফোনে বাবার গুলিবিদ্ধ হওয়ার কথা জানায়। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখি আব্বুর গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। আমি আমার আব্বু হত্যার বিচার চাই?

স্ত্রী লাকি আক্তার বলেন, ১৯ জুলাই শুক্রবার সকাল ৯টার দিকে ফোন করে বলে, বাড়ির সবাই নাস্তা করেছি কি না। জরুরি অফিসে যাচ্ছি। ঢাকার পরিস্থিতি ভালোনা। আমার জন্য দোয়া করো। জান্নাতকে দেখে রেখ বলে ফোন রেখে দেন। বেলা ১১টার দিকে এক আত্মীয় ফোনে গুলিবিদ্ধ হওয়ার কথা জানায়। আমার স্বামী তো রাজনীতি করতেন না। তাহলে কেন তাকে মারা হলো?

আব্দুল গণির বাবা আব্দুল মজিদ শেখ বলেন, সকাল ৯টার আব্দুল গনি আমাকে ফোন করে। এ সময় শুধু বলে, ‘আব্বু আমি একটু ব্যস্ত আছি, আমি অফিসে গিয়ে নাস্তা করব। তোমার সাথে আমার পরে কথা হবে বলেই ফোনটি রেখে দেয়’। ঘন্টা খানেক পর ওর ফোনে ডায়ালে আমার নাম্বার দেখে একজন ফোন করে গুলিবিদ্ধ হওয়ার খবর জানায়। তিনি বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার দাবিতে থানাশ মামলা করেছি। আমি আমার ছেলে হত্যার বিচার দাবি করছি। ওর দুটি এতিম সন্তান রয়েছে। সরকারের কাছে দাবী, গণির ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করলে পরিবারটি বেঁচে যেত।

গণির ছোট ভাই তরিকুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি, লাশ বাইরে পড়ে আছে। থানার অনুমোতি মিললে ২০ জুলাই রাতে লাশ ঢাকা মেডিকেলের ফ্রিজে রাখি। পরদিন ২১ জুলাই ময়না তদন্ত শেষে বিকেলে লাশ নিয়ে গ্রামে ফিরে রাতেই দাফন করা হয়।

অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, আব্দুল গণি আমাদের খানখানাপুর এলাকার সন্তান। ওর মৃত্যুর পর তাঁর দুই সন্তানের দায়িত্ব নিয়েছি। আল্লাহ যতদিন আমার শক্তি সামর্থ্য দিয়েছেন ততদিন পর্যন্ত তাদের পরিবারের পাশে থেকে দেখভাল করে যাবো ইনশাআল্লাহ।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক বলেন, আমরা শহীদ আব্দুল গণির কবরটি পাকা করে দিচ্ছি। এছাড়া সরকারিভাবে সব ধরণের সহযোগিতা করা হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পাঙ্গাশের গায়ে লেখা ‘আল্লাহু’, ব্যবসায়ী রেখে দিলেন মাছটি

রাজবাড়ীতে এনসিপি’র পদযাত্রায় ‘ভাবি, ভাবি স্লোগান’

আমরা জীবনের ভয় করিনা সেই গত বছর জুলাই মাস থেকে- নাহিদ ইসলাম

গোয়ালন্দে নতুন আঙ্গিকে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন  

রাজবাড়ীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীতে চাঁদাবাজির মামলায় বহিস্কৃত যুবদল নেতা কারাগারে

রাজবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

রাজবাড়ীতে চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

পাংশায় বাবুল সরদারের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ পাঁচ মামলার আসামী গ্রেপ্তার

রাজবাড়ীতে বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাৎকারী মিটার রিডারম্যান গাজীপুর থেকে গ্রেপ্তার

দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন