Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. আলোচিত খবর

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ৭:৩৯ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানা পুলিশ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সোহাগকে (৪৫) গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এবং পৌরসভার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে। সোমবার দিবাগত মধ্যরাতের দিকে পুলিশ শহরের অঙ্কুর স্কুলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ১৮ জুলাই রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকে। ওইদিন বিকেলে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে শরীক হন অভিভাবক, শিক্ষক সহ নানা শ্রেণি পেশার মানুষ। বিকেল পৌনে চারটার দিকে অতির্কতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা করেন তৎকালীন শেহ হাসিনা সরকারের আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশীয় অস্ত্রসহ নিয়ে হামলা চালায়। এলোপাথারী মারধর, গুলি বর্ষণ এবং একই সাথে তাদের ওপর বোমা নিক্ষেপ করা হয়। হামলায় শিক্ষার্থী নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ, উৎস্য সরকার, মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি, শিক্ষার্থী রিয়াজ রহমানসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালেও হামলাকারীরা চিকিৎসা নিতে দেয়নি। পরে পালিয়ে বিভিন্ন স্থান থেকে তারা চিকিৎসা নেন।

এর প্রায় এক মাস পর ৩০আগষ্ট রাজবাড়ী সদর উপজেলার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে, রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে সদর থানায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু সহ ১৭০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় আরো ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, শিক্ষার্থী রাজিব মোল্লার দায়েরকৃত মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগকে সোমবার দিবাগত রাত এগারটার দিকে শহরের অঙ্কুর স্কুলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা ও নবীনবরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

বালিয়াকান্দিতে অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে ফরিদপুর ভাঙ্গা থেকে গ্রেপ্তার

পাংশায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা

নানা আয়োজনে শেষ হলো গোয়ালন্দের তিনদিন ব্যাপী ১৫৩ তম ফকিরী মেলা

রাজবাড়ীতে শেষ হলো লোকজ ও সাংস্কৃতিক মেলা, ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা

গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে হেরোইন সহ দুই যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে ইউসিবি ব্যাংক বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগের উদ্বোধন

রাজবাড়ীতে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন, তদন্তপূর্বক মামলা প্রত্যাহারের দাবি

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে