Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জেলা পরিষদ সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর ১ নম্বর আমলী আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত আবেদন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের রায় প্রদান করেন রাজবাড়ী সদর ১ নম্বর আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. তামজিদ আহম্মেদ।

রাজবাড়ী সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, আসামিরা মঙ্গলবার দুপুরে সদর ১ নম্বর আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজম আলী মন্ডল, সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর বর, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক ফিরোজ বিশ্বাস, আওয়ামী নেতা গোলাম মালেক ওরফে লিঙ্কু, আবু বক্কর সিদ্দিক, মো. আবির শেখ, আব্দুল্লাহ আল মাসুদ, আতাউর রহমান, মুহাম্মদ ফিরোজ উদ্দিন, সাম্পা নিয়োগী, কাজী রাফি আহম্মেদ সৌরভ ও মো. মা‌নিক সরদার। এরা প্রত্যেকে রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

রাজবাড়ীতে গত ১৮ জুলাই শহরের বড়পুল এলাকায়  কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩০ আগষ্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

মঙ্গলবার ওই মামলার এজাহারভুক্ত আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আওয়ামী লীগের জনপ্রতিনিধি সহ ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয় বলে জানান জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক-২। তিনি বলেন, গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ