Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৯ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর

১৯৫৪ সালে বঙ্গবন্ধুর সাইকেলের স্মৃতি ধরে রাখতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ নভেম্বর ২০২১, ৬:১১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ১৯৫৪ সালে রাজবাড়ীতে যুক্ত ফ্রন্টের প্রাদের্শিক নির্বাচনী প্রচারনায় রাজবাড়ীর বিভিন্ন স্থানে সাইকেল চালিয়ে অংশ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্মৃতি ও তার আদর্শকে নতুন ও তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাইকেল র‌্যালির আয়োজন করে রাজবাড়ী জেলা প্রশাসন। যে সাইকেলে করে বঙ্গবন্ধু প্রচারনা করেছিলেন বর্তমানে সেটি ঢাকা জাদুঘরে স্মৃতি হিসেবে রাখা আছে।

শনিবার সকালে রাজবাড়ীর শ্রীপুর কেন্দ্রিয় বাস টার্মিনালে কবুতর ও বেলুন উড়িয়ে র‌্যালিটি উদ্বোধন করা হয়। র‌্যালিটি বাস টার্মিনাল থেকে শহীদ খুশি রেলওয়ে ময়দানে গিয়ে শেষ হয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপিত্বে সাইকেল র‌্যালি উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত আসনের মহিল এমপি ছালমা চৌধুরী রুমা, পুলিশ সুপার এমএম সাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু।

১৯৫৪ সালে রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্ত ফ্রন্টের প্রাদের্শিক নির্বাচনে ১৫দিন থেকে সাইকেলে করে প্রচারনা করেন। ওই সময় রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য ওয়াজেদ আলী চৌধুরীর প্রাদের্শিক নির্বাচনী প্রচারনায় প্রচারনায় জেলার বিভিন্ন স্থান ঘুরে বেড়ান। তার অংশ হিসেবে রাজবাড়ীতে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে তরুন প্রজন্মের কাছে স্মৃতি ও আদর্শ তুলে ধরতে সাইকেল র‌্যালির আযোজন করা হয়। এতে জেলার পাঁচ শতাধিক মানুষ সাইকেল নিয়ে অংশ গ্রহন করে। বঙ্গবন্ধু সাইকেলটি পনের দিনের জন্যে রাজবাড়ীর শওকত আলী মোল্লার কাছ থেকে নির্বাচনী প্রচারনার জন্যে নিয়েছিলেন। পনের দিন পরে তাকে সাইকেলটি ফেরত দেওয়া হয়। পরে রাজবাড়ী জেলা প্রশাসন, সংসদ সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দের সহায়তায় গত কয়েক বছর আগে বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে ঢাকার যাদুঘরে নেওয়া হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বঙ্গবন্ধু এখানে এসেছিলেন। রাজবাড়ীর বিভিন্ন স্থানে তিনি সাইকেল চালিয়ে প্রচারনা করেছিলেন। এরই অংশ হিসেবে মুজিব বর্ষের এ সময়ে বঙ্গবন্ধুর স্মৃতিকে আদর্শ করে নতুন পজন্মের কাছে তুলে ধরতে তাদের এই সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, ১৯৫৪ সালে তার পিতা যুক্ত ফ্রন্টের নির্বাচন অংশ নেন। সেই সময়ে বঙ্গবন্ধু তার বাবা ওয়াজেদ আলী চৌধুরীর নির্বাচনী প্রচারনায় অংশ নিতে আসেন। এ নির্বাচনে তিনি সাইকেলে করে বিভিন্ন স্থানে প্রচারনা চালান। সেই স্মৃতিকে ধরে রাখতেই এই আয়োজন করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, রাজবাড়ীতে এবং গোপালগঞ্জে নিজ বাড়ীতে বঙ্গবন্ধু যখন আসতেন তখন থেকে তার অনেক স্মৃতি রাজবাড়ীতে রয়ে গেছে। নির্বাচনী প্রচারনা করতে তখন একমাত্র বাহন ছিল সাইকেল। তিনি সাইকেল চালিয়ে রাজবাড়ীর বিভিন্ন স্থানে গিয়েছেন সেই স্মৃতিকে ধরে রাখতে আজকের তরুন প্রজন্মের কাছে সাইকেল র‌্যালীর আয়োজন। তার আরো স্মৃতি রাজবাড়ীতে ধরে রাখতে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে করা হবে বলে জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

আমরা ভালো কাজ করতে চাই- গোয়ালন্দে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

কুয়াশায় কয়েক ঘন্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চালু

বালিয়াকান্দিতে ছাত্রলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পদ্মা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় দুটি ট্রলারসহ গ্রেপ্তার ৬

গোয়ালন্দে নবাব সলিমুল্লাহ্’র ১১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পাঠচক্র অনুষ্ঠিত

৩১ দফা রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি- বালিয়াকান্দিতে ব্যারিস্টার মানিক

ফরিদপুরে প্রতিবন্ধিদের মাঝে ফারিয়ান ইউসুফের শীত বস্ত্র বিতরন

পাংশায় মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রাজবাড়ী সদর কোলারহাটে বিএনপি’র কর্মী সমাবেশ

সংষ্কারের আগে কোন নির্বাচন নয় – ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

রাজবাড়ীতে ৬৬টি হারানো মোবাইল ফিরিয়ে দেয়া হলো মালিকের হাতে

রাজবাড়ীতে বালু ব্যবসায়ী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড ৬জনের যাবজ্জীবন কারাদণ্ড