Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাৎকারী মিটার রিডারম্যান গাজীপুর থেকে গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিদ্যুৎ বিল সংগ্রহের নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেওয়া ওজোপাডিকোর পিচরেট কর্মচারী (মিটার রিডারম্যান) রেজাউল ইসলাম ওরফে মোক্তারকে (৪৩) গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা ও ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের শিমুলতলী থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার চর নারায়নপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে আজ শুক্রবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা এবং জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের দল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গাজীপুর সদর থানার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে মোক্তার বিশ্বাসকে গ্রেপ্তার করে।

এর আগে গত ১ জুলাই রাতে ওজোপাডিকো রাজবাড়ীর সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মিটার রিডারম্যান রেজাউল ইসলাম মুক্তারের নামে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তথ্য প্রযুক্তির ব্যবহার ও সোর্সের মাধ্যমে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ শুক্রবার আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়নপুর গ্রামের রেজাউল ইসলাম ওরফে মুক্তার সদর উপজেলার আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে প্রায় ১৫ বছর ধরে ওজোপাডিকোর বিদ্যুতের মিটার রিডারম্যান হিসেবে কাজ করছিলেন। রাজবাড়ী ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নিয়োগকৃত কর্মচারী মিটার রিডারম্যান হিসেবে পরিচয় দিয়ে আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে বিলা আদায় এবং নতুন সংযোগের নামে অর্থ আদায় করতেন।

২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বছরে দুটি ইউনিয়নের শতাধিক গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পরিশোধের নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্প্রতি গা ঢাকা দেন। বিদ্যুৎ বিভাগ থেকে গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের জন্য নোটিশ প্রদান করা হলে রেজাউল ইসলামের প্রতারণার বিষয়টি ফাঁস হয়। অভিযোগের ভিত্তিতে ২ জুলাই প্রতারক মিটার রিডারম্যান রেজাউল ইসলাম মুক্তারের বিচারের দাবিতে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে। পরে জেলা প্রশাসকের কাছে তাঁকে গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে স্মারকলিপি পেশ করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

এসএসসির ফলাফলে রাজবাড়ী সদর এগিয়ে-পিছিয়ে পাংশা, দাখিল ও ভোকেশনালে এগিয়ে গোয়ালন্দ

রাজবাড়ী সদর হাসপাতাল সড়ক যেন ডুবন্ত মরণ ফাঁদ! দুর্ভোগ

রাজবাড়ীর পাংশায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনা কর্মকর্তাসহ কয়েক বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৬

৬ দফা দাবি বাস্তবায়নে রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমানের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

রাজবাড়ীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

রাজবাড়ীতে পালিত হয়েছে পবিত্র আশুরা, হাজারো ভক্তের অংশগ্রহণে বের হয় তাজিয়া মিছিল

রাজবাড়ীতে বিএনপির প্রতিনিধি সভায় ওয়ার্কাস বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

রাজবাড়ীতে আল্লা নেওয়াজ খায়রু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দিশারী সংঘ

গোয়ালন্দে মঠ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া

আইনশৃঙ্খলা কমিটির সভাঃ মহাসড়কে বেপরোয়া বালুবাহি ট্রাক, একদিন পর পর অভিযানের সিদ্ধান্ত

গোয়ালন্দে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার