নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ এবারের এসএসসি পরীক্ষায় রাজবাড়ী জেলার মধ্যে রাজবাড়ী সদর উপজেলা ফলাফলে এগিয়ে রয়েছে। সবচেয়ে পিছিয়ে রয়েছে পাংশা উপজেলা। রাজবাড়ী জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬০। এরমধ্যে সদর উপজেলায় পাসের হার ৬১ দশমিক ৬৯। জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পাংশা উপজেলার পাসের হার ৪৬ দশমিক ৩৩।
রাজবাড়ী জেলায় এ বছর মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৭০৪ জন। এর মধ্যে পাস করেছে ৫ হাজার ৯৫২ জন এবং অকৃতকার্য হয়েছে ৪ হাজার ৭৫২ জন। জিপিএ ৫ পেয়েছে ৪৪০ জন।
এসএসসি সমমান (দাখিল) পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৭৯জন। এরমধ্যে পাস করেছে ১ হাজার ২১৮জন এবং অকৃতকার্য হয়েছে ৬৬১ জন। জিপিএ ৫ পেয়েছে ২৮ জন। জেলায় দাখিল পরীক্ষার পাসের হার ৬৪ দশমিক ৮২।
দাখিল পরীক্ষায় জেলার মধ্যে সবচেয়ে ভালো করেছে গোয়ালন্দ উপজেলা। গোয়ালন্দ উপজেলায় পাসের হার ৮৫ দশমিক ৪২ শতাংশ। সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজবাড়ী সদর উপজেলা। এখানে পাসের হার ৩৮ শতাংশ।
এছাড়া ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪৪২জন। এরমধ্যে পাস করেছে ৮৪৯জন এবং অকৃতকার্য হয়েছে ৫৯৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৫৭জন। পাসের হার ৫৮ দশমিক ৮৮ শতাংশ।
দাখিল পরীক্ষায় জেলার মধ্যে গোয়ালন্দ উপজেলা সবচেয়ে ভালো করে এগিয়ে রয়েছে। গোয়ালন্দ উপজেলায় দাখিল পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ৩৩ শতাংশ। সবচেয়ে পিছিয়ে রয়েছে বালিয়াকান্দি উপজেলা। বালিয়াকান্দিতে পাসের হার ৪০ দশমিক ৯০ শতাংশ।
বৃহস্পতিবার রাতে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলের তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেন।