হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৭ জুলাই) সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাজহারুল ইসলাম, সিভিল সার্জন এস এম মাসুদ প্রমূখ।
সভায় জানানো হয়, ১৪ জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ’ স্থাপন, ১৯ জুলাই গণহত্যা ও ছাত্রজনতার প্রতিরোধ দিবস পালন, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলায় শহীদ তিন ব্যক্তির কবরে গাছ রোপন সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হবে। ২১ জুলাই একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার, চলচিত্র প্রদর্শন, সকল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের স্মরণে অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক কর্মসূচি পালন এবং চলচিত্র প্রদর্শন।
এছাড়া ৩১ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা, সৃজনশীল রচনা, কবিতা আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী স্কুল ও কলেজ গুলোকে বিভাগীয় পর্যায়ে ৩ লাখ, ২ লাখ এবং ১ লাখ টাকা পরস্কার এবং কেন্দ্রীয় ভাবে ৫ আগষ্ট একটি স্কুল এবং একটি কলেজকে ৫ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়।