সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আল্লা নেওয়াজ খায়রু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ-গোয়ালন্দকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দিশারী সংঘ-রাজবাড়ী। শুক্রবার বিকেলে রাজবাড়ী শহরের লক্ষীকোল আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে শুরু হওয়া খেলাটি বৃষ্টির কারনে সন্ধ্যায় শেষ হয়। তবে নির্ধারিত ২০ ওভারে খেলাটি বৃষ্টির কারণে ৭ ওভারে অনুষ্ঠিত হয়। খেলায় টসে জয় লাভ করে দিশারী সংঘ প্রথমে ব্যাটিং করে ৭ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১০ রান করতে সক্ষম হয়। জবাবে দুরন্ত ক্রিকেট একাদশ ৭ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৯৫ রান করতে সক্ষম হয়। ফলে দিশারী সংঘ ১৫ রানে জয় লাভ করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের শাহিন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের ফাহাদ। সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নির্বাচিত হন সাহাদ।
ফাইনাল খেলায় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও রাজবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন স¤্রাট এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য, সাবেক আহ্বায়ক নঈম আনসারী, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কে এ বারী প্রমূখ। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে পুরুষ্কার হিসেবে নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি এবং রানারআপ দলকে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন।