১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মুহুর্তেও যাত্রীর চাপ দৌলতদিয়া লঞ্চ ঘাটে

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী সদর উপজেলার ভাজনচালার মো. সোহেল মিয়া সাভারের একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা। ঈদ ও বৈশাখের ছুটিতে পরিবারসহ আসেন গ্রামের বাড়িতে। ঈদের পর পারিবারিক অনুষ্ঠানের জন্য আরো কয়েকদিন ছুটি কাটান তিনি। সব ছুটি শেষ করে আজ শনিবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা করেন।

ইতিমধ্যে ঈদ ও বৈশাখের ছুটি শেষে অনেকে নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। আবার সোহেল মিয়ার মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকে পারিবারিক অনেক অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য লম্বা ছুটি কাটিয়ে এখনো ছুটে চলছেন নিজ কর্মস্থলে। তবে প্রচণ্ড তাপদাহে সবাইকে দুর্ভোগে পড়তে হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে কথা হয় সোহেল মিয়ার সাথে। দুই হাতে দুটি ব্যাগ সাথে রয়েছে স্ত্রী ও দুই সন্তান। তিনি বলেন, ঈদের পর সাপ্তাহিক অন্যান্য দিনে পারিবারিক একাধিক অনুষ্ঠান ছিল। যে কারনে ওই কয়েকদিন ছুটিতে ছিলাম। আগামীকাল রোববার থেকে পুরোদমে অফিস করতে হবে। লম্বা ছুটি শেষে তাই আজ সকালে এক ধরনের স্বস্তির যাত্রা নিয়ে কর্মস্থলে যাচ্ছি। তবে তীব্র তাপদাহে চলাচল করাই দুষ্কর।

শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করে দেয়া যায়, ঢাকা-খুলনা মহাসড়কে তেমন লোক নেই। যাত্রীবাহি পরিবহন ছাড়াও ব্যাটারীচালিত অটোরিক্সা, মাহেন্দ্র, থ্রিহুইলার, মাইক্রোবাস করে অনেকে ঘাটে এসে নামছেন। ঢাকামুখী যানবাহনের বেশিরভাগ যাত্রী ফেরির পরিবর্তে লঞ্চে নদী পাড়ি দিচ্ছেন। ফেরির বেশিরভাগ অংশ খোলা থাকায় প্রচন্ড তাপদাহ এবং রৌদ্রে দাঁড়িয়ে থাকতে না পারায় স্বল্প সময়ে নদী পাড়ি দিতে লঞ্চ ঘাটে ভিড় করতে দেখা যায়।

লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাটের তত্বাবধায়ক মো. নুরুল আনোয়ার মিলন বলেন, ঈদ ও বৈশাখের ছুটি শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্মজীবী মানুষ এখনো ছুটছেন। গত সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে শুক্রবার থেকে কর্মজীবী মানুষজন বেশি ছুটছে। শুক্রবার অন্তত ২০ হাজারের মতো যাত্রী লঞ্চে পাড়ি দিয়েছেন। আজ সকাল থেকে এবারের ঈদ ও বৈশাখের শেষ মুহুর্তের মানুষজনের ছুটে চলা। আগামীকাল রোববার থেকে হয়তো এ ধরনের মানুষের চাপ থাকবেনা।

বিআইডব্লিউটিএ এর ঘাট তত্বাবধায়ক মো. শিমুল ইসলাম বলেন, ঈদের যাত্রীদের পারাপার নির্বিঘœ রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২০টি লঞ্চ চালু রয়েছে। শনিবার যাত্রীর চাপ থাকায় সকটি লঞ্চ চলাচল করছে। কাল রোববার থেকে যাত্রী চাপ না থাকলে লঞ্চের সংখ্যা কমিয়ে আনা হবে।

এদিকে দৌলতদিয়ার ৩, ৪ ও ৭নম্বর ফেরি ঘাট দিয়ে যানবাহন পারাপার হলেও যাত্রীর চাপ লক্ষ্য করা যায়নি। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আগত সকল ধরনের যানবাহন সরাসরি ফেরিতে ওঠে নদী পাড়ি দিচ্ছে। প্রচ- রৌদ্রের তাপদাহে সাধারণ যাত্রী বা পদচারীদের সড়কে তেমন দেখা যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক সালাহ উদ্দিন বলেন, ঈদের পর শেষ মুহুর্তে শুক্রবার ও শনিবার যে ধরনের চাপ আশা করেছিলাম তা হয়নি। শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ৪৬৬টি বাস, ৪৮৭টি ট্রাক, ৯০৪টি ছোট গাড়ি এবং ৯১৭টি মোটরসাইকেল পার হয়েছে। প্রচণ্ড তাপদাহের কারনে বেশিরভাগ মানুষ এবং যানবাহন পদ্মা সেতু দিয়ে পার হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি চালু রয়েছে। রোববার অফিস খোলার পর সিদ্ধান্ত হবে কয়টি ফেরি চলবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

প্রতিক বরাদ্দ পেয়েই গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা শুরু

শেষ মুহুর্তেও যাত্রীর চাপ দৌলতদিয়া লঞ্চ ঘাটে

পোস্ট হয়েছেঃ ১০:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী সদর উপজেলার ভাজনচালার মো. সোহেল মিয়া সাভারের একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা। ঈদ ও বৈশাখের ছুটিতে পরিবারসহ আসেন গ্রামের বাড়িতে। ঈদের পর পারিবারিক অনুষ্ঠানের জন্য আরো কয়েকদিন ছুটি কাটান তিনি। সব ছুটি শেষ করে আজ শনিবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা করেন।

ইতিমধ্যে ঈদ ও বৈশাখের ছুটি শেষে অনেকে নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। আবার সোহেল মিয়ার মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকে পারিবারিক অনেক অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য লম্বা ছুটি কাটিয়ে এখনো ছুটে চলছেন নিজ কর্মস্থলে। তবে প্রচণ্ড তাপদাহে সবাইকে দুর্ভোগে পড়তে হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে কথা হয় সোহেল মিয়ার সাথে। দুই হাতে দুটি ব্যাগ সাথে রয়েছে স্ত্রী ও দুই সন্তান। তিনি বলেন, ঈদের পর সাপ্তাহিক অন্যান্য দিনে পারিবারিক একাধিক অনুষ্ঠান ছিল। যে কারনে ওই কয়েকদিন ছুটিতে ছিলাম। আগামীকাল রোববার থেকে পুরোদমে অফিস করতে হবে। লম্বা ছুটি শেষে তাই আজ সকালে এক ধরনের স্বস্তির যাত্রা নিয়ে কর্মস্থলে যাচ্ছি। তবে তীব্র তাপদাহে চলাচল করাই দুষ্কর।

শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করে দেয়া যায়, ঢাকা-খুলনা মহাসড়কে তেমন লোক নেই। যাত্রীবাহি পরিবহন ছাড়াও ব্যাটারীচালিত অটোরিক্সা, মাহেন্দ্র, থ্রিহুইলার, মাইক্রোবাস করে অনেকে ঘাটে এসে নামছেন। ঢাকামুখী যানবাহনের বেশিরভাগ যাত্রী ফেরির পরিবর্তে লঞ্চে নদী পাড়ি দিচ্ছেন। ফেরির বেশিরভাগ অংশ খোলা থাকায় প্রচন্ড তাপদাহ এবং রৌদ্রে দাঁড়িয়ে থাকতে না পারায় স্বল্প সময়ে নদী পাড়ি দিতে লঞ্চ ঘাটে ভিড় করতে দেখা যায়।

লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাটের তত্বাবধায়ক মো. নুরুল আনোয়ার মিলন বলেন, ঈদ ও বৈশাখের ছুটি শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্মজীবী মানুষ এখনো ছুটছেন। গত সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে শুক্রবার থেকে কর্মজীবী মানুষজন বেশি ছুটছে। শুক্রবার অন্তত ২০ হাজারের মতো যাত্রী লঞ্চে পাড়ি দিয়েছেন। আজ সকাল থেকে এবারের ঈদ ও বৈশাখের শেষ মুহুর্তের মানুষজনের ছুটে চলা। আগামীকাল রোববার থেকে হয়তো এ ধরনের মানুষের চাপ থাকবেনা।

বিআইডব্লিউটিএ এর ঘাট তত্বাবধায়ক মো. শিমুল ইসলাম বলেন, ঈদের যাত্রীদের পারাপার নির্বিঘœ রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২০টি লঞ্চ চালু রয়েছে। শনিবার যাত্রীর চাপ থাকায় সকটি লঞ্চ চলাচল করছে। কাল রোববার থেকে যাত্রী চাপ না থাকলে লঞ্চের সংখ্যা কমিয়ে আনা হবে।

এদিকে দৌলতদিয়ার ৩, ৪ ও ৭নম্বর ফেরি ঘাট দিয়ে যানবাহন পারাপার হলেও যাত্রীর চাপ লক্ষ্য করা যায়নি। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আগত সকল ধরনের যানবাহন সরাসরি ফেরিতে ওঠে নদী পাড়ি দিচ্ছে। প্রচ- রৌদ্রের তাপদাহে সাধারণ যাত্রী বা পদচারীদের সড়কে তেমন দেখা যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক সালাহ উদ্দিন বলেন, ঈদের পর শেষ মুহুর্তে শুক্রবার ও শনিবার যে ধরনের চাপ আশা করেছিলাম তা হয়নি। শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ৪৬৬টি বাস, ৪৮৭টি ট্রাক, ৯০৪টি ছোট গাড়ি এবং ৯১৭টি মোটরসাইকেল পার হয়েছে। প্রচণ্ড তাপদাহের কারনে বেশিরভাগ মানুষ এবং যানবাহন পদ্মা সেতু দিয়ে পার হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি চালু রয়েছে। রোববার অফিস খোলার পর সিদ্ধান্ত হবে কয়টি ফেরি চলবে।