Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

গোয়ালন্দে বিজয় দিবসের অনুষ্ঠান সূচিপত্রের স্থান নিয়ে জটিলতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার ৪১ তম মহান বিজয় দিবস পালনে উপজেলা প্রশাসনের সূচিপত্র সম্বলিত নিমন্ত্রণপত্র বিলি করা হয়। বিজয় দিবস পালনে দাওয়াতপত্রে গৃহীত কর্মসূচি অনুযায়ী এক স্থানের পরিবর্তে আরেক স্থানে করায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন নিয়ে বিড়ম্বনায় পড়েন।

সূচিপত্রে সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব মাঠের কথা বলা হয়। সরকারী দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, দুটি বড় কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান অপেক্ষা করতে থাকে। সকাল ৮টা বাজলেও উপজেলা প্রশাসনের কেউ না আসায় সবাই বিড়ম্বনায় পড়েন।

রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ বলেন, প্রশাসনের কাউকে না পেয়ে আমরা ইউএনও’র কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অপর্ন করা হবে। পরে আর দেরি না করে আমরা নিজেরাই দিয়ে চলে আসি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আনসার ক্লাব কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারীতে পুষ্পমাল্য অপর্ন করা হয়। যথারীতি আসার প্রস্তুতি গ্রহণ শেষে ইউএনও’র কাছে কখন আসছেন জানতে চাইলে জানান, উপজেলা পরিষদে মালা দেওয়া হবে। পরে উপজেলায় চলে যায়।

 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, স্বাধীনতার পর কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে পুষ্পমাল্য দিয়ে আসছি। এবছর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সবাই আসলেও প্রশাসনের কেউ আসেনি। বিজয় দিবসের নিমন্ত্রণ পত্রে ও উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারের কোথাও আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের নাম রাখা হয়নি। এছাড়া সকাল ৮.৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার কর্মসূচি রাখা হয়। দলীয় নেতৃবৃন্দ বেলা সাড়ে দশটা পর্যন্ত অপেক্ষার পরও শুরু না হওয়ায় ইউএনও’র সাথে কথা বলে আমরা চলে আসি। ইউএনও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে আয়োজন করা হয়েছে বলে জানান।

বেলা ১১টার দিকে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী যোগদেন। অন্যান্যের মধ্যে সাংসদ কন্যা কানিজ ফাতিমা চৈতি, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর প্রমূখ উপস্থিত ছিলেন।

ইউএনও আমিনুল ইসলাম বলেন, আমি এখানে নতুন, অনুষ্ঠান কিছুটা অগোছালো হয়েছে ঠিক। এ বিষয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে কথাও হয়েছে। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাইনি। আগামীতে এ ধরনের আর সমস্যা হবেনা বলে জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন