Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ৩০ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ১১:০১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ধর্মীয় ও আর্থিক বিষয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জামায়াত জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জামিল হিজাযী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামিল হিজাযী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য এবং রাজবাড়ী জেলার প্রধান সমন্বয়কারী।

সংবাদ সম্মেলনে জামিল হিজাযী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ধর্মীয় অশ্লীলতা ছড়ানো, অর্থের বিনিময়ে মনোনয়ন কেনা, টাকা পেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুজব, এমনকি তাকে ‘রাস্তার ছেলে’ হিসেবে আখ্যায়িত করার মতো নানা ধরনের মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, “আমি ইসলামবিরোধী কোনো কাজ করেছি—এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। যারা আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে, তাদের কয়েকজনের সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে আমি বুঝতে পেরেছি তারা কোন দলের সঙ্গে যুক্ত।”

জামিল হিজাযী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে ‘জঙ্গি’ ও ‘শিবির’ ট্যাগ লাগানো হয়েছিল। সে সময়ও তিনি এর প্রতিবাদ করেছেন। তিনি বলেন, মানুষ হিসেবে ভুল-ভ্রান্তি সবারই থাকে। অতীতে তার জীবনযাপন পুরোপুরি ইসলামী আদর্শভিত্তিক না হলেও তিনি মুসলমান এবং ধর্মীয় চর্চার চেষ্টা করেছেন ও করছেন।

তিনি আরও বলেন, “আমাদের জামায়াতে ইসলামীর সঙ্গে জোট রয়েছে। জামায়াতের নেতাকর্মীরা সৎ মানুষ, তারা চাঁদাবাজি করে না। আমি নিজেও কখনো ঘুষ, সুদ বা চাঁদাবাজিতে জড়িত ছিলাম না।” সংবাদ সম্মেলনে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী, এনসিপি সহ ১১ দলীয় জোটের পাশে থাকার জন্য।

তিনি বলেন, “সত্যের পক্ষে থাকুন। আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই—যেখানে চাঁদাবাজি, দুর্নীতি, নেশা ও অনৈতিকতার বিরুদ্ধে অবস্থান থাকবে এবং একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রার্থীর নির্বাচন পরিচালনাকারী ও এনসিপি নেতা পলাশ খান আব্দুল্লাহ, পাংশা উপজেলা জামায়াতের আমির সুলতান মাহমুদ, পাংশা পৌর জামায়াতের আমির কাজী ফরহাদ জামিল রুপু, নায়েবে আমির মনজুর রহমান মিয়া, স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমির আব্দুস সোবহান সহ জোটের নেতাকর্মীরা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গোয়ালন্দে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজবাড়ীতে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

রাজবাড়ীতে সুজনের গোল টেবিল বৈঠক ‘মানসিকতার পরিবর্তন এবং দায়িত্বশীল না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবুকে দলীয় সকল পদ থেকে বহিস্কার

রাজবাড়ীতে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ও পোস্টাল ব্যালট সর্ম্পকৃত উদ্বুদ্ধকরণ সভা

১২ তারিখেই ভোট এবং সংস্কার প্রশ্নে ‘হ্যাঁ’ ব্যালটে সিল দিন – সৈয়দা রিজওয়ানা হাসান

রাজবাড়ী-২ আসনে জামায়াত প্রত্যাহার, জোট প্রার্থী জামিল হিজাযী

রাজবাড়ীতে তেলপাম্প কর্মচারী রিপন হত্যা: আবুল হাসেম সহ চালকের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে গ্রেপ্তারকৃত আবুল হাসেম সুজন যুবদল বা বিএনপির কেউ না

রাজবাড়ীতে গাড়ি চাপায় মৃত্যু; রিপনের বিয়ের পাত্রী দেখতে আসার কথা, আসলেন মৃত্যুর খবরে

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন