
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ও আর্থিক বিষয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জামায়াত জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জামিল হিজাযী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামিল হিজাযী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য এবং রাজবাড়ী জেলার প্রধান সমন্বয়কারী।
সংবাদ সম্মেলনে জামিল হিজাযী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ধর্মীয় অশ্লীলতা ছড়ানো, অর্থের বিনিময়ে মনোনয়ন কেনা, টাকা পেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুজব, এমনকি তাকে ‘রাস্তার ছেলে’ হিসেবে আখ্যায়িত করার মতো নানা ধরনের মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, “আমি ইসলামবিরোধী কোনো কাজ করেছি—এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। যারা আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে, তাদের কয়েকজনের সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে আমি বুঝতে পেরেছি তারা কোন দলের সঙ্গে যুক্ত।”
জামিল হিজাযী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে ‘জঙ্গি’ ও ‘শিবির’ ট্যাগ লাগানো হয়েছিল। সে সময়ও তিনি এর প্রতিবাদ করেছেন। তিনি বলেন, মানুষ হিসেবে ভুল-ভ্রান্তি সবারই থাকে। অতীতে তার জীবনযাপন পুরোপুরি ইসলামী আদর্শভিত্তিক না হলেও তিনি মুসলমান এবং ধর্মীয় চর্চার চেষ্টা করেছেন ও করছেন।
তিনি আরও বলেন, “আমাদের জামায়াতে ইসলামীর সঙ্গে জোট রয়েছে। জামায়াতের নেতাকর্মীরা সৎ মানুষ, তারা চাঁদাবাজি করে না। আমি নিজেও কখনো ঘুষ, সুদ বা চাঁদাবাজিতে জড়িত ছিলাম না।” সংবাদ সম্মেলনে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী, এনসিপি সহ ১১ দলীয় জোটের পাশে থাকার জন্য।
তিনি বলেন, “সত্যের পক্ষে থাকুন। আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই—যেখানে চাঁদাবাজি, দুর্নীতি, নেশা ও অনৈতিকতার বিরুদ্ধে অবস্থান থাকবে এবং একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রার্থীর নির্বাচন পরিচালনাকারী ও এনসিপি নেতা পলাশ খান আব্দুল্লাহ, পাংশা উপজেলা জামায়াতের আমির সুলতান মাহমুদ, পাংশা পৌর জামায়াতের আমির কাজী ফরহাদ জামিল রুপু, নায়েবে আমির মনজুর রহমান মিয়া, স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমির আব্দুস সোবহান সহ জোটের নেতাকর্মীরা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।