
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন “গোয়ালন্দ ফুটবল একাডেমী” পরিদর্শন করেছেন সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-বিপিএল চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় খেলোয়াড়দের বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন তিনি। এছাড়া এ সময় গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ তাকে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-বিপিএল চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। খেলাধুলার মাধ্যমেও ভবিষ্যত গড়া সম্ভব।নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সতেজ থাকে।
তিনি বলেন, আমি আশাকরি গোয়ালন্দ ফুটবল একাডেমী থেকে একদিন জাতীয় দলের হয়ে খেলবে যে কেউ। তিনি খেলোয়াড়দের নিয়মিত মাঠে আসার পরামর্শ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও কোচ আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও কোচ আরিফ হোসেন নারুসহ একাডেমীর খেলোয়াড়বৃন্দ।