
হেলাল মাহমুদ, রাজবাড়ী: ‘হ্যাঁ ভোট দিলে যদি সংবিধান সংস্কার হয়, তাহলে সাংবিধানিক অফিসগুলোতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে হবে। যারা নির্বাচন করবেন এবং যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রত্যেকেকে আইনের প্রতি দায়িত্বশীল এবং শ্রদ্ধাশীল হতে হবে। একই সঙ্গে তাদের মানসিকতার পরিবর্তন ছাড়া কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
শনিবার (২৪ জানুয়ারি) রাজবাড়ী শহরের একটি রেস্তোরা মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির আয়োজনে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা’ শীর্ষক গোল টেবিল বৈঠকে আলোচকরা এসব অভিমত ব্যক্ত করেন। বেলা এগারটায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়ে অনুষ্ঠানটি বেলা দুইটার দিকে শেষ হয়। এ সময় সুজনের সাথে সর্ম্পৃক্ত নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সুজন রাজবাড়ী জেলা কমিটির সভাপতি শাহিনুর বেগমের সভাপতিত্বে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজনের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান লাবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. নুরুজ্জামান, রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আক্কাছ আলী, দি হাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী মো. খোরশেদ আলম, হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মো. গিয়াস উদ্দিন, সুজনের জেলার ফোকাল পার্সন কামরুল ইসলাম, সুজন সদস্য মো. শরিফুল ইসলাম, ভবানীপুর জামে মসিজদের ইমাম মাওলানা সাইদুর রহমান, সুজন জেলা কমিটির সহসভাপতি কে এম দানিয়ের সিফাত, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও যুগান্তর রাজবাড়ী প্রতিনিধি হেলাল মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষাবিদ রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. নুরুজ্জামান বলেন, ‘সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল পর্যায় থেকে আমাদের হ্যাঁ-না ভোট সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। হ্যাঁ ভোট দিলে যদি সংবিধান সংস্কার হয়, তাহলে সাংবিধানিক অফিসগুলোতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবে। সেক্ষেত্রে ভালো ফলাফল হতে পারে। এছাড়া যারা নির্বাচন করবেন ও যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রত্যেককে আইনের প্রতি দায়িত্বশীল এবং শ্রদ্ধাশীল হতে হবে’।
রাজবাড়ী জেলা জজ কোর্টের আইনজীবী ও সুজন জেলা কমিটির যুগ্ম সম্পাদক খোন্দকার রেজাউল করিম বলেন, ‘গণতন্ত্র স্থিতিশীলতার জন্য সকল নাগরিককে ভূমিকা পালন করতে হবে। এছাড়া নির্বাচনে সকল নাগরিককে সম অংশ গ্রহণের বিষয়টিও নিশ্চিত করতে হবে। তাহলেই গণতন্ত্রের উত্তোরণ ঘটানো সম্ভব।’