
ইমরান মনিম, রাজবাড়ী: “খেলাধুলায় বাড়ে বল- মাদক ছেড়ে খলতে চল” এই স্লোগানে রাজবাড়ীতে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী অফিসার্স ক্লাবের ইনডোর ব্যাডমিন্টন কোর্টে রোববার বিকেল চারটায় মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়ে রাতে শেষ হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ।
এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ব্যাডমিন্টন টুর্ণামেন্টে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলার পদ্মা, গড়াই, মধুমতি সহ আটটি দল অংশ নেয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, খেলাধুলা ও শারিরীক কসরতের মাধ্যমে যুবসমাজ মাদক থেকে দুরে থাকে। সমাজে মাদকের ভয়াবহতা থেকে দুরে রাখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তাদেরকে মাদক সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখতে ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরণের খেলায় অংশ গ্রহণ করতে হবে।
মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শেষে রোববার সন্ধ্যার পর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।