
হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রাজবাড়ীর দুটি আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা এগারটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত সভায় রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) এবং রাজবাড়ী-২ (পাংশা, বালিয়কান্দি ও কালুখালী) আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বেলা ১১টায় রাজবাড়ী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার। এই আসনে জাতীয়তাবাদী দল বিএনপির (ধানের শীষ) প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে প্রতিক গ্রহণ করেন তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট এবিএম মঞ্জুরুল আলম দুলাল। জামায়াতের প্রার্থী জেলা জামায়াত ইসলামের আমীর ও কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য মো. নূরুল ইসলাম, জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি খোন্দকার হাবিবুর রহমান ও জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপ ফুল) প্রতিক গ্রহণ করেন।

এরপর পোস্টাল ব্যালট সর্ম্পকৃত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এবং দুটি আসনে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ পোস্টাল ব্যালট সর্ম্পকৃত উদ্বুদ্ধকরণ সভা পরিচালনা করেন। এ সময় নির্বাচনের আচরণবিধি মেনে চলা, আচরণবিধি ভঙের শাস্তি সহ নির্বাচনে সর্বোচ্চ ব্যায় সংক্রান্ত সকল তথ্যাদি সম্পর্কে অবহিত করা হয়।
এসময় রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রধান নির্বাচনী এজেন্ট এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, দুর্গম চরাঞ্চলে গণ সংযোগের ক্ষেত্রে অনেকটাই ঝুঁকি রয়েছে। বিশেষ করে অবৈধ অস্ত্রধারীদের আনাগোনা থাকায় শঙ্কা প্রকাশ করেন তিনি।
এছাড়া জামায়াতের প্রার্থী মো. নূরুল ইসলাম বলেন, আমরা আশাবাদী এবারের নির্বাচন গ্রহণযোগ্য এবং স্মরণীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য সকল প্রার্থীর প্রচারণার ক্ষেত্রে সমান অধিকার দেখতে চাই। বিশেষ কোন দলের পক্ষে পক্ষ পাতিত্বের অভিযোগ পেতে চাইনা।

রাজবাড়ী-২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়। এ সময় ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. হারুন-অর রশীদের পক্ষে তাঁর মনোনিত ব্যক্তি প্রতিক গ্রহণ করেন। জামায়াতের প্রার্থী প্রত্যাহার করায় শরীক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামিল হিজাযীর পক্ষে মনোনিত ব্যক্তি, জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী শফিউল আজম খান, খেলাফত মজলিশের প্রার্থী কাজী মিনহাজুল আলম, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আব্দুল মালেক মন্ডল, বাংলাদেশ খেলাফত মজলিশের কুতুব উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর পক্ষে তাঁর মনোনিত ব্যক্তি প্রতিক গ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উছেন মে, অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, জেলা নির্বাচন কর্মকর্তা শেক মোহাম্মদ জালাল উদ্দিন সহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীসহ তাদের মনোনিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।