
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর গোয়ালন্দ মোড় ফিলিং ষ্টেশন থেকে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্পের কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আবুল হাসেম সুজন(৫৫) ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারের(৪৫) ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে গোয়ালন্দ মোড় এলাকার সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের ব্যানারে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী সহ সহস্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান ওহিদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহমেদ কাশেম, ব্যবসায়ী লাল মিয়া শেখ, নজরুল দেওয়ান, গোলাম মহাসিন, আবদুল্লা শেখ, ফারুক শেখ প্রমুখ।
বক্তারা বলেন, তেলের টাকা পরিশোধ না করে প্রকাশ্যে একজন নিরীহ পেট্রল পাম্পের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরও বেড়ে যাবে। দ্রুত বিচার সম্পন্ন করে হত্যাকারীদের ফাঁসি কার্যকরের দাবি জানান তারা। এছাড়াও নিহত রিপন সাহার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড় করিম ফিলিং স্টেশনে পাঁচ হাজার টাকার অকটেন নেওয়ার পর টাকা পরিশোধ না করে দ্রুত গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন রাজবাড়ীর প্রথম শ্রেণির ঠিকাদার আবুল হাসেম সুজন ও তার চালক। রিপন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে গাড়িচাপা দেয়া হয়। এতে ঘটনাস্থলেই রিপন সাহার মৃত্যু হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে প্রচারিত হলে পুলিশ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে আবুল হাসেম সুজনকে আটক এবং তার গাড়ি জব্দ করে। পরে সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িচালক কামাল হোসেন সরদারকে সদর উপজেলার বানিবহ ইউপির নিজপাড়া গ্রামের বাড়ি থেকে আটক করে। এ ঘটনায় শুক্রবার রাতে রিপনের ছোট ভাই প্রতাপ সাহার দায়ের করা হত্যা মামলায় আবুল হাসেম সুজন এবং গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে পরদিন শনিবার আদালতে পাঠায়। আদালতে কামাল হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত শনিবার সন্ধ্যায় প্রধান আসামি সহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।