
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. রঞ্জুন খান (৪৯) নামের এক ইউপি সদস্য হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। সে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের ফজলুল হক খানের ছেলে। এছাড়া হাবাসপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন।
ময়না তদন্তের জন্য পুলিশ রঞ্জু খানের মৃতদেহ আজ রোববার সকালে মর্গে পাঠিয়েছে। তিনি একজন বালু ব্যবসায়ী। দুইদিন আগে ব্যবসায়িক জরুরি কাজে কুষ্টিয়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তাঁর বিরুদ্ধে পাংশা মডেল থানায় একটি অস্ত্র, মাদক ও বৈষম্যবিরোধী সহ চারটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানয়ীরা জানায়, কুষ্টিয়ায় ব্যবসায়িক জরুরি কাজের কথা বলে দুইদিন আগে বাড়ি থেকে বের হন রঞ্জু খান। বাড়ি ফিরে না আসায় সবাই দুশ্চিন্তায় পড়েন। জরুরি কাজে ঢাকায় যাচ্ছেন বলে শনিবার (৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী লামিয়া পরিবহনের একটি বাসে তিনি ওঠেন। বাসটি দুপুরের দিকে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট টার্মিনালের কাছে পৌছলে যাত্রীরা সবাই নেমে পড়েন। তিনি না নামায় পরিবহন শ্রমিকরা ডাকাডাকি করে দেখতে পান অচেতন অবস্থায় পড়ে আছেন। স্থানীয়দের সহযোগিতায় পরিবহন শ্রমিকরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার দিকে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের হেফাজতে রাখেন। ওই রাতেই খবর পেয়ে পরিবারের লোকজন গোয়ালন্দ ঘাট থানায় আসেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরীফ ইসলাম জানান, চেনতানাশক বিষাক্ত ওষুধ সেবন বা পান করানোয় সে অচেতন হয়ে পড়ে। শনিবার দুপুরের দিকে পরিবহন শ্রমিকরা হাসপাতালে ভর্তি করলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যায় তিনি মারা যান।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার রাত ৯টার দিকে সুরতহাল শেষে ইউপি সদস্যের মৃত দেহ পুলিশ হেফাজতে রাখা হয়। পরিচয় শনাক্তের পর সিডিআর যাচাই করে দেখা যায় তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় একটি অস্ত্র, মাদক, বৈষম্যবিরোধী সহ চারটি মামলা রয়েছে। তিনি একজন বালু ব্যবসায়ী হিসেবে পরিচিত।
ওসি তদন্ত জানান, দুই দিন আগে ব্যবসায়িক জরুরি কাজে কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। ময়না তদন্তের জন্য রোববার সকালে তার লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা যান।