
হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রোববার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে চারটা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ জনগণের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা প্রায় আধা ঘন্টার মতো ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাটমুখী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সাময়িকভাবে যানচলাচল ব্যাহত হয়।
বিক্ষোভ ও মানববন্ধনকালে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সেনা ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক গুলি করে তাকে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তার আধিপত্য এখনো বহাল রয়েছে। গুলি করে কেবল ওসমান হাদিকে নয়, যেন জুলাইকে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে শহীদ ওসমান হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অন্যথায় আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি রাজবাড়ী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়ক মোঃ রাশিদুল ইসলাম রাশেদ, মোঃ সাইদুর জামান সাকিব, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, বৈষম্য বিরোধী ছাত্র নেতা রাজিব মোল্লা, আবু রায়হান রাফি, জুলাই যোদ্ধা আলতাফ মাহমুদ সাগর সহ সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে বিকেল চারটার দিকে শহীদ শরিফ ওসমান হাদীর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।