
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ কুয়াশার কারনে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে শুক্রবার সন্ধ্যা থেকে ফেরি চলাচল ব্যাহত হয়। অতিমাত্রায় কুয়াশায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিসি শুক্রবার রাত সোয়া ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া এবং রাত সোয়া ৮টা থেকে আরিচা-কাজিরহটা নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়। ১৪ ঘন্টা পর এসব রুটে ফেরি চালু হয়।
একই কারনে রাত ৮টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ। এর আগে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহি একটি লঞ্চ দিক হারিয়ে ঘাট থেকে প্রায় চার কিলোমিটার দূরে পদ্মার চরে আটকা পড়ে। ৯৯৯ এ ফোন করে নৌপুলিশের সহযোগিতায় রাত ১২টার দিকে যাত্রীরা উদ্ধার হয়। বিকেল থেকে আরিচা ও কাজিরহাট নৌপথে বন্ধ থাকা লঞ্চ ১৪ ঘন্টা পর চালু হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, কুয়াশায় এক সপ্তাহ ধরে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে সাড়ে ৯ঘন্টা ফেরি বন্ধের পর শুক্রবার সন্ধ্যা থেকে আবারও কুয়াশা পড়তে থাকে। রাত ৭টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া শাহ মখদুম, এনায়েতপুরী ও ভাষা শহীদ বরকত নামক তিনটি বড় ফেরি মাঝ নদীতে কুয়াশার কবলে পড়ে। দিক ঠিক না পাওয়ায় ফেরিগুলো মাঝ নদীতে নোঙর করে থাকে। কুয়াশা আর শীতে আটকে থাকা তিন ফেরির প্রায় ৭০টির মতো যানবাহন চালকসহ কয়েকশ যাত্রী দুর্ভোগে পড়েন।
ফেরি আটকা পড়ার খবরে রাত সোয়া ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে কোন ফেরি ছিলনা। পাটুরিয়া এলাকায় হাসনাহেনা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ পরান, কেরামত আলী, ভাষা শহীদ বরকত এবং ভাষা সৈনিক গোলাম মাওলা নামক পাঁচটি ফেরি নোঙর করতে বাধ্য হয়। পারপার বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে আটকা পড়ে বেশকিছু যানবাহন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ১৪ ঘন্টা পর শনিবার সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চালু হয়। কুয়াশার কারনে রাত ৮টা ২০মিনিট থেকে আরিচা ও কাজিরহাট রুটেও ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কাজিরহাট ঘাট এলাকায় চিত্রা, শাহ আলী এবং নদীতে বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান ও ধানসিড়ি নামক ফেরি নোঙর করে থাকে। ১৪ ঘন্টা পর শনিবার সকাল ১০টায় এই রুটে ফেরি চালু হয় বলে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি।
এদিকে কুয়াশার কারনে শুক্রবার রাত ৮টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে লঞ্চ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশায় বন্ধ থাকায় রুটের ছোট-বড় ১৭টি লঞ্চ উভয় ঘাটে নোঙরে রাখা হয়। কুয়াশার পাশাপাশি যাত্রী তেমন না থাকায় সন্ধ্যার আগে আরিচা ও কাজিরহাট নৌপথে লঞ্চ বন্ধ রাখা হয়। তবে ১৪ ঘন্টা পর এসব রুটে লঞ্চ চালু হয় বলে নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক সুপার ভাইজার মো. শিমুল ইসলাম।
চার ঘন্টা পর আটকে পড়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার
এদিকে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মিজানুর রহমান’। লঞ্চটি ঘাট ছেড়ে যাওয়ার পর কুয়াশার কবলে দিক হারিয়ে চার কিলোমিটার ভাটিতে বাহির চর কলাবাগান এলাকায় পদ্মার চরে আটকা পড়ে। যাত্রীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরী হয়। উপায় না পেয়ে যাত্রীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। খবর পেয়ে দৌলতদিয়া নৌপুলিশ উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করেন।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান অপূর্ব জানান, তিনিসহ ফাঁড়ির এএসআই অশোক দত্তসহ একটি দল স্থানীয়দের নিয়ে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে যাত্রীদের উদ্ধারে নামে। ঘন কুয়াশায় সামান্য দূরের কিছুই দেখতে না পেয়ে ধীরে ধীরে তাদের সন্ধান করতে থাকে। কুয়াশার মধ্যে কৃত্রিম আলোর সহযোগিতায় ঘাট থেকে প্রায় চার কিলোমিটার দূরে কলাবাগান এলাকায় তাদের অবস্থান শনাক্ত করে রাত ১২টার দিকে লঞ্চের ১০০জন যাত্রী তাদের ট্রলারে উদ্ধার করে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসে। তবে এ ঘটনায় কোন যাত্রীর ক্ষয়ক্ষতি বা আহত হননি।