Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা
  6. সাহিত্য ও সংস্কৃতি
  7. আলোচিত খবর

গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ‘হাইস্কুলের স্মৃতিতে, এসো মিলি একসাথে’ এই স্লোগান নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে গভীররাত পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গিয়ে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে। এর আগে অ্যাসেম্বলি শেষে বর্তমান শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিদর্শক সুলতান উদ্দিন আহমেদ।

শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠ হয়। পরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বেলনু উড়ানোর মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান ঘিরে বিদ্যালয়ে চমৎকার সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়। অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক, প্রাক্তন শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক অধ্যাপক ফকীর মো. নূরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব মো. আশরাফুল আলম।

এসএসসি ১৯৯৩ সালের শিক্ষার্থী কৃষ্ণ চক্রবর্তী ও নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রতিনিধি শিক্ষার্থী স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। অংশ নেন দেশ-বিদেশে ও সরকারের বিভিন্ন দপ্তরে অবস্থানরত বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠান ঘিরে বিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ, আবেগ এবং অনুভূতির সৃষ্টি হয়।

 

লেখাপড়ার পথ সুগম করতে স্থানীয়দের উদ্যোগে দৌলতদিয়া ও উজানচরের সীমান্তবর্তী স্থানে তৎকালীন গোয়ালন্দ মহকুমার প্রশাসক নাজির উদ্দিনের নামে ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয় গোয়ালন্দ নাজির উদ্দিন হাই ইতিলাম স্কুল। নদী ভাঙনের কারনে ১৯৫৩ সালে বাজারের নিজামিয়া মাদারাসা মাঠে আনা হয়। পরে আবার সরিয়ে নেয়া হয় গোয়ালন্দ পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিপেন রায় পাড়ায়। ১৯৬২ সালে বিজ্ঞান বিভাগ চালু করে নামকরণ হয় গোয়ালন্দ নাজির উদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। ১৯৭৭ সালে পাইলট স্কীমভুক্ত হওয়ায় পাইলট শব্দটি যুক্ত করে দাড়ায় গোয়ালন্দ নাজির উদ্দিন দ্বিমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। ১৯৮৫ সালে ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ স্কুলটি জাতীয়করণ করায় নামকরণ হয় ‘গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়’।

এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী ফরিদপুরের বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ ড. হোসনেয়ারা বেগম হেনা বলেন, “এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ায় প্রধান শিক্ষক সুলতান উদ্দিন আহমেদ খবর দিতে বাড়ি আসেন। মাথায় হাত বুলিয়ে স্যার বলেছিলেন, অনেক বড় হবে। আজ বিদ্যালয়ে এসে অনেক বন্ধুর সঙ্গে স্যারকেও পেলাম। এর থেকে আনন্দ কি হতে পারে।”

বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী লেখক, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক (প্রশাসন ও সংস্থাপন) এ কে মুহ. জালাল উদ্দিন মিয়া বলেন, গোয়ালন্দের মতো জায়গায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় খুবই আনন্দিত। ওই সময়কার বন্ধুদের কাছে পেয়ে আমি খুবই পুলকিত।

এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের শিক্ষার্থী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যম ব্যক্তিত্ব কানাডা প্রবাসী আব্দুল হালিম মিয়া বলেন, পরিবারসহ দীর্ঘদিন কানাডায় বাস করছি। শুধুমাত্র প্রাণের টানে ৮০বছর পূর্তি অনুষ্ঠান উদ্যাপনের জন্যই কানাডা থেকে এসেছি। বিদ্যালয়ের অবকাঠামো অনেক উন্নতি হয়েছে কিন্তু পড়াশোনার মান বাড়েনি দেখে খারাপ লাগছে। সম্মিলিত চেষ্টায় এ থেকে উত্তরণ ঘটাতে হবে।

oplus_0

বক্তব্য রাখেন এসএসসি ১৯৬৪ সালের শিক্ষার্থী সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, এসএসসি ১৯৬৬ সালের শিক্ষার্থী সাবেক রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, একই সালের শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী নাজির উদ্দিন আহমেদ, এসএসসি ১৯৭৪ সালের শিক্ষার্থী রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও রাজবাড়ী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, এসএসসি ১৯৫৯ সালের শিক্ষার্থী প্রবীণ ব্যক্তিত্ব অমিয় প্রসাদ আগরওয়ালা প্রমূখ।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল থেকে শুরু হয় নৃত্য ও সঙ্গীতানুুষ্ঠান। গভীররাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৯টায় অনুষ্ঠানে উপস্থিত হন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি মনোনিত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। স্থানীয় শিল্পীদের পাশাপাশি ফরিদপুরের জনপ্রিয় ব্যান্ড শিল্পী ‘সারাবেলা’ এবং ঢাকার জনপ্রিয় ব্যান্ডদল ‘আভাস’ সঙ্গীত পরিবেশন করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নাব্যতা দূর করতে ড্রেজিং; দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাট বন্ধ, পারাপার ব্যাহত

ওসমান হাদির ওপর গুলি বর্ষনের প্রতিবাদে রাজবাড়ীতে এনসিপি, বৈষম্যবিরোধী ও গণ অধিকার পরিষদের বিক্ষোভ

রাজবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তরুণ কৃষি উদ্যোক্তার মৃত্যু 

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা