
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া প্রায় ৩০ কেজি ওজনের এক কাতলা মাছ ১ লাখ ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার সকালে পদ্মা নদীতেই কাতলা মাছটি বিক্রি হয়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক সৌদি আরব প্রবাসী কাতলাটি কিনেন।
এর আগে আজ শুক্রবার ভোরের দিকে পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার জেলে মন্টু হালদারের চাপ জালে মাছটি ধরা পড়ে।
কয়কেজন মৎস্যজীবী ও ব্যবসায়ী জানান, গত বৃহস্পতিবার দিবাগত গভীররাতের দিকে হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় পদ্মা নদীতে জেলে মন্টু হালদার ও তার দল চাপজাল ফেলেন। শুক্রবার ভোরের দিকে জালে প্রচন্ড রকমের ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। দ্রুত জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বিশাল আকারের এক কাতলা মাছ। এতবড় কাতলা দেখে জেলেরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। যোগাযোগ করতে থাকেন রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে। দৌলতদিয়ার ৫নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ এর সঙ্গে যোগাযোগ হয়। খবর পেয়ে শাহজাহান শেখ নদীতে ছুটি যান। জেলে মন্টু হালদারের সঙ্গে যোগাযোগ করে দরদাম শেষে কাতলাটি কিনেন।
শুক্রবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, সকালে বিশাল আকারের এক কাতলা মাছ পদ্মা নদীতে ধরা পড়ার খবর পেয়ে জেলে মন্টু হালদারের সঙ্গে যোগাযোগ করতে থাকি। সকালেই তার নৌকায় গিয়ে এতবড় কাতলা দেখে আমরা অবাক হয়ে যাই। পরে দরদাম করে ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নেই।
শাহজাহান শেখ আরও বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক সৌদি আরব প্রবাসী ভাইয়ের বড় কাতলা মাছের অর্ডার থাকায় সাহস করে দরদাম করে নিয়ে নেই। ওজন দিয়ে দেখি কাতলাটির ওজন প্রায় ৩০ কেজি। পরে ওই প্রবাসী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা করে লাভ রেখে ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে ১ লাখ ৮ হাজার টাকায় বিক্রি করেছি। নগদ টাকা হাতে পাওয়ার পর মাছটি সকালেই কুষ্টিয়ায় পাঠিয়েছি।
তিনি আরো বলেন, এতবড় কাতলা মাছ আমার জানা মতে এই মৌসুমে তেমন ধরা পড়েনি। এক কাতল মাছ বিক্রি করেই জেলে মন্টু লাখপতি। আমি ব্যবসায়ী হলেও সব টাকা তো জেলেরা পয়েছে। তারপরও জেলেদের পাশাপাশি আমরাও খুশি।