
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে দীর্ঘদিন ধরে জুয়াড়িদের তৎপরতা চলছে। মাঝেমধ্যে পুলিশ অভিযান চালালেও ঘটনাস্থলে পৌছানোর আগেই জুয়াড়িরা পালিয়ে যায়। আবার মাঝেমধ্যে পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে যায়। কয়েকদিন পর কারাগার থেকে জামিনে বের হয়ে এসে পুনরায় ফেরিতে সক্রিয় হয়ে উঠে।
চক্রের সদস্যদের ধরতে গতকাল বুধবার দিবাগত রাতে দৌলতদিয়া নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান অপূর্ব, সহকারী উপপরিদর্শক (এএসআই) অশোক কুমার দত্ত, নাযেক মামুন সিকদার, কনেষ্টবল রফিকুল ইসলামসহ একটি দল ছদ্মবেশ ধারণ করে ফেরিতে অবস্থান নেয়। পাটুরিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী শাহ মখদুম ফেরিতে অবস্থানকালে রাত সাড়ে ৯টার দিকে একদল জুয়াড়ি জুয়া খেলার প্রস্তুতিকালে হাতেনাতে ধাওয়া দিয়ে পেশাদার তিন জুয়াড়িকে ধরে ফেলে।
গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়ার মৃত ওহেদ ফকিরের ছেলে মো. বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়ার মৃত তারক আলী ম-লের ছেলে মো. হাসান ম-ল (৫০) ও দৌলতদিয়া ফকির পাড়ার মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। ফেরিতে জুয়াড়ি চক্র মাঝেমধ্যে সক্রিয় হয়ে উঠে। শীত শুরু হওয়ায় আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছিল।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, মাঝেমধ্যে অভিযান চালালেও তাদের সহসা ধরা যায়না। পুলিশের অবস্থান টের পেয়ে আগেভাগে দ্রুত পালিয়ে যায়। চক্রকে ধরতে বুধবার রাতে পুলিশ ছদ্মবেশ ধারণ করে অভযানে নামে। তারই আলোকে রাত সোয়া ৯টার দিকে ফেরির ভিতর থেকে চক্রের তিন সদস্যকে জুয়া খেলার তাস, মোমবাতি ও কিছু টাকাসহ গ্রেপ্তার করা হয়। বুধবার রাতেই তাদের গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।