
মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার কৃতি সন্তান, গোয়ালন্দ উপজেলার উজানচরের বাসিন্দা মো. ওয়ালিদ হোসেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন। তাঁর দীর্ঘ নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তিনি পূর্ণাঙ্গ ডিআইজি (উপমহাপরিদর্শক) হিসেবে নিযুক্ত হয়েছেন। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মো. ওয়ালিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের কারণে পুলিশ প্রশাসন তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তার পদোন্নতির ঘোষণা দিয়েছে। এ পদোন্নতির সঙ্গে মোট ৩৩ জন বাংলাদেশ পুলিশ কর্মকর্তাকে একযোগে উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে স্থানীয়রা (গোয়ালন্দবাসী) মো. ওয়ালিদ হোসেনের নিষ্ঠা, সততা ও নেতৃত্বের প্রশংসা করছেন। সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, তাঁর পদোন্নতি শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, বরং রাজবাড়ী পুলিশের জন্যও গর্বের বিষয়।
পদোন্নতি প্রসঙ্গে মো. ওয়ালিদ হোসেন এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, দেশের জন্য কাজ করা আমার প্রধান লক্ষ্য। জনগণের সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।