Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন হয়। এ উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে দপ্তরে ফিরে আসে। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলাতানা আক্তার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব উল হক, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক প্রমূখ।

পরে অতিথিরা বিভিন্ন পশু, পাখি, আধুনিক প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তা সম্পর্কিত ৩০টি স্টল পরিদর্শন করেন এবং আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, “বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে ব্যাপক উদ্যোগ নিয়েছে। গবাদিপশুর উন্নত জাত সৃষ্টি, সুলভ প্রযুক্তি ও মাঠ পর্যায়ের সেবাকে আরও সহজ করতে আমরা কাজ করে যাচ্ছি।

রাজবাড়ীতে দুধ, ডিম ও মাংস উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে। আমাদের লক্ষ্য হচ্ছে—খামারিদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে উৎপাদন বৃদ্ধি করা, যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং স্থানীয় বাজার আরও শক্তিশালী হয়।”

তিনি আরও বলেন, “এই প্রদর্শনীতে খামারিদের জন্য নতুন প্রযুক্তি, পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও ব্যবসায়িক দিকনির্দেশনা তুলে ধরা হচ্ছে। এতে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।”

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “প্রাণিসম্পদ খাত শুধু খাদ্য নিরাপত্তাই নয়—গ্রামীণ অর্থনীতির বড় একটি চালিকাশক্তি। রাজবাড়ীতে হাজারো পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি লালন-পালনের ওপর নির্ভরশীল। তাদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও সরকারি সহায়তা অত্যন্ত প্রয়োজন। প্রাণিসম্পদ বিভাগ এ ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।”

তিনি আরও বলেন, “আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া উৎপাদন ও রোগ প্রতিরোধ সম্ভব নয়। তাই এ ধরনের প্রদর্শনী, সচেতনতা ও উদ্ভাবনী উদ্যোগকে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। খামারিদের জন্য জেলার প্রশাসন সবসময় উন্মুক্ত।”

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীর নূরাল পাগলা ইস্যুতে পরিবারের করা মামলা প্রত্যাহারের আবেদন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মহাশ্মশানে নির্মিত স্নানঘর উদ্বোধন

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী, সাবেক ইউপি সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার

রাজবাড়ীতে সেমিনারে বক্তারা; ‘ফারাক্কা নামক বাঁধ আমাদের নদীগুলোকে হত্যা করেছে, জীববৈচিত্র্য, কৃষি হুমকিতে ফেলেছে’

রাজবাড়ীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

রাজবাড়ীতে চোরাই গরু ও পিকআপ গাড়ি সহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীর ভিক্টর ভিলেজের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলা আ.লীগ নেতা গ্রেপ্তার

সিঙ্গাপুরে নিহতের পাঁচদিন পর এলো প্রবাসীর লাশ, ৬ মাসে তিনজনকে হারিয়ে শোকে কাতর পরিবার

নুরাল পাগলার বিয়াই শহীদুলের বিরুদ্ধে মামলা বানিজ্যের অভিযোগ, এলাকায় উত্তেজনা  

রাজবাড়ীতে মির্জা ফখরুলের নামের কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

রাজবাড়ী-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ, কাফনের কাপড় পড়ে নেতাকর্মীদের বিক্ষোভ