Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেনের সভাপতিত্ব এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সালমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে ইউএনও সাথী দাস বলেন,“দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশীয় গবাদিপশুর উন্নত লালন-পালন প্রযুক্তি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ খাতের উন্নয়নে সরকারি সেবা, টিকা কার্যক্রম, আধুনিক পশুপালন পদ্ধতি এবং উদ্যোক্তা তৈরির প্রচেষ্টা আরও জোরদার করা হবে। গোয়ালন্দের মানুষ যাতে বিনামূল্যে ভেটেরিনারি সেবা পায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।” এ বছর ৩২টি স্টলে বিভিন্ন জাতের গবাদিপশু ও পাখির প্রদর্শনী প্রদর্শন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকা প্রদান, কৃমিনাশক বিতরণ এবং ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হবে বলে জানান আয়োজকরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানান, অংশগ্রহণকারীর মধ্যে খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার দেওয়া হয়। এছাড়া অংশ গ্রহণকারী সকলকেই শান্তনা পুরষ্কার দেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীর নূরাল পাগলা ইস্যুতে পরিবারের করা মামলা প্রত্যাহারের আবেদন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মহাশ্মশানে নির্মিত স্নানঘর উদ্বোধন

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী, সাবেক ইউপি সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার

রাজবাড়ীতে সেমিনারে বক্তারা; ‘ফারাক্কা নামক বাঁধ আমাদের নদীগুলোকে হত্যা করেছে, জীববৈচিত্র্য, কৃষি হুমকিতে ফেলেছে’

রাজবাড়ীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

রাজবাড়ীতে চোরাই গরু ও পিকআপ গাড়ি সহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীর ভিক্টর ভিলেজের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলা আ.লীগ নেতা গ্রেপ্তার

সিঙ্গাপুরে নিহতের পাঁচদিন পর এলো প্রবাসীর লাশ, ৬ মাসে তিনজনকে হারিয়ে শোকে কাতর পরিবার

নুরাল পাগলার বিয়াই শহীদুলের বিরুদ্ধে মামলা বানিজ্যের অভিযোগ, এলাকায় উত্তেজনা  

রাজবাড়ীতে মির্জা ফখরুলের নামের কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

রাজবাড়ী-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ, কাফনের কাপড় পড়ে নেতাকর্মীদের বিক্ষোভ