
শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর আলোচিত নূরুল হক ওরফে নূরাল পাগলার দরবারে হামলার ঘটনায় দুই মাস পর পরিবারের দায়ের করা মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করেছেন মামলার বাদী ও নূরাল পাগলার শ্যালিকা শিরিন বেগম। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি রাজবাড়ীর গোয়ালন্দ আমলী আদালতে আনুষ্ঠানিকভাবে আবেদন দাখিল করেন। আদালত আবেদনটি গ্রহণ করে আগামী ২২ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবি মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাদী শিরিন বেগম ও মামলার নামীয় আসামিদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে আপস-মীমাংসা হয়ে গেছে বলে বাদী আজ সোমবার মামলাটি প্রত্যাহারের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।
এর আগে নূরাল পাগলার দরবারে হামলার দুই মাসের বেশি পর গত ১৩ নভেম্বর শিরিন বেগম ৯৬ জনকে নামীয় আসামি এবং আরও ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দের আমলি আদালতে মামলা করেন। আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য ফরিদপুরের পিবিআইকে নিদর্শে দেন। এদিকে মামলাটি দায়েরের পর থেকে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। এর পর থেকে উভয় পক্ষের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
মামলার প্রধান আসামি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, একটা মিথ্যা ও ষড়যন্ত্র হতে আমরা বহু নিরীহ মানুষ রেহাই পেলাম।সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ যারা আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এছাড়া বিতর্কিত এ মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, পরিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন দলের নেতৃবৃন্দকে আসামি করা হয়। যাদের প্রায় সকলেই নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় কোন সংশ্লিষ্টতা ছিল না। অনেকে হামলার দিন এলাকাতেও ছিলেন না।
এদিকে মামলার বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর স্হানীয়ভাবে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। অনেকে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছাড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বাদীরা এ মামলাটিকে উদ্দেশ্য প্রনোদিত ও অর্থ হাতানোর হাতিয়ার হিসেবে অভিহিত করেন। মামলাটি প্রত্যাহার করে নেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির আহবায়ক মাওলানা জালাল উদ্দীনের স্বাক্ষরে গত ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত দাবি জানানো হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে একদল লোক নূরাল পাগলার দরবারে হামলা চালায়। তারা শরিয়তবিরোধী দাফনের অভিযোগ তুলে তাঁর লাশ কবর থেকে তুলে ঢাকা–খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে পুড়িয়ে দেয়। হামলায় ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন এবং মারাত্মক আহত দরবারের ভক্ত রাসেল মোল্লার মৃত্যু হয়।
এই ঘটনায় রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা ৮ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। হত্যা সহ ভাংচুর, লুটপাট ও লাশ উত্তোলনের অভিযোগে মামলায় সাড়ে তিন থেকে চার হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৬ সেপ্টেম্বর রাতে একটি মামলা করেন। ওই মামলায় তিন থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। পুলিশ এখন পর্যন্ত এই মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে।