
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মহাশ্মশানে পূর্ণ হল একটি মহৎ উদ্যোগ। মৃতদেহের গোসল করার জন্য উদ্বোধন করা হলো স্নানঘর। আজ রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলা মহাশ্মশানে আনুষ্ঠানিকভাবে স্নানঘরটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্নানঘরটি উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা মহাশ্মশানের জমিদাতা রাজবাড়ী জেলার বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় রতন সরকারের সহধর্মিণী অনিমা রানী সরকার।
জমিদাতা স্বর্গীয় রতন সরকারের ছেলে রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী রনজিৎ সরকার টিটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
গোয়ালন্দ উপজেলা মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক গোয়ালন্দ পৌরসভার সাবেক প্যানেল মেয়র কোমল কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস, রতন সরকারের মেয়ে রমা রাণী ঘোষ ও রীনা সরকার, বিশিষ্ট চিকিৎসক হারান ঘোষ, অমলেষ মিত্র, মহাশ্মশান কমিটির সভাপতি শংকর কুমার দাস ও রতন সরকারের পুত্রবধু রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী শুক্লা সরকার।
শুক্লা সরকার জানান, গোয়ালন্দ উপজেলার মহাশ্মশানে দীর্ঘদিন মৃতদেহের গোসল করানোর জন্য কোন ঘর ছিল না। এই জায়গা আমার শ্বশুর স্বর্গীয় রতন সরকার দান করে যান। পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে এখন আমরা মৃতদেহে গোসল করার জন্য স্নানঘর নির্মাণ করে দিয়েছি। যাতে আর কাউকে কোন বিড়ম্বনায় পড়তে না হয়।
এদিকে মহাশ্মশানের স্নাঘর উদ্বোধন উপলক্ষে চলছে ২৪ প্রহরব্যাপী অখন্ড মহানাম যজ্ঞা অনুষ্ঠান। শনিবার (২২ নভেম্বর) শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মহানাম যজ্ঞা অনুষ্ঠান শেষ হবে।