
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গণঅধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলার আয়োজনে দলের রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর খানের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী দূর-দূরান্ত থেকে আগত মানুষের মাঝে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় সাহা।
যুবঅধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলার শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা মনি, জেলা যুবঅধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, গোয়ালন্দ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব গাজী বাচ্চু, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোকন মোল্লা, গোয়ালন্দ উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, গোয়ালন্দ উপজেলা ছাত্রঅধিকার পরিষদের আহ্বায়ক মো. সাগর, রাজবাড়ী জেলা শ্রমিক অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি রিপন ম-ল, কালুখালী উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি ওবায়দুর রহমান প্রমূখ।
রাজবাড়ী জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি শাহিন আলম বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নির্দেশক্রমে জনগনের দ্বারপ্রান্তে আমাদের দলের মানবিক সেবা পৌছে দিতেই রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর খানের ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১৮টি ইউনিয়নে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এখানে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ১০ প্রকার ওষুধ প্রদান করা হচ্ছে। শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং প্রত্যেক ইউনিয়নের দূর্গম অঞ্চলে সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা রয়েছে।