Rajbarimail.com
ঢাকা, বুধবার , ৭ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ধর্ম ও জীবন
  6. আলোচিত খবর

সিঙ্গাপুরে নিহতের পাঁচদিন পর এলো প্রবাসীর লাশ, ৬ মাসে তিনজনকে হারিয়ে শোকে কাতর পরিবার

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সিঙ্গাপুরে দূর্ঘটনায় মৃত্যুর পাঁচদিন পর মঙ্গলবার মধ্যরাতে রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামের বাড়ি পৌছে রিয়াজুল ইসলাম কদমের (৫০) লাশ। রিয়াজুল ইসলাম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডল পাড়ার মৃত ইউসুফ আলী শেখের ছেলে। বুধবার সকালে দুই দফা জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এদিকে রিয়াজুলের মৃত্যুর ৩৭ দিন আগে গত ৮ অক্টোবর ষ্ট্রোক করে মারা যান আরেক ভাই হারুন শেখ। তার প্রায় পাঁচ মাস আগে মারা যান তাদের বৃদ্ধ মা। ৬ মাসের ব্যবধানে মা এবং দুই ভাইকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন গোটা পরিবার।

বুধবার সকালে ছোট ভাই রিয়াজুলের জানাজার আগ মুহুর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বার বার আবেগ আপ্লুত হয়ে পড়েন। আবেগ জড়িত কণ্ঠে মান্নান শেখ বলেন, আমরা তিন ভাইয়ের মধ্যে আমি সবার বড়। অনেক আগে বাবা মারা গেছেন। প্রায় ছয় মাস আগে মারা যান বৃদ্ধা মা। মায়ের মৃত্যুর পাঁচ মাস পর ষ্ট্রোক করে মারা যান আমার ছোট মেজ ভাই হারুন শেখ। তাঁর মৃত্যুর ৩৭ দিন পরই সিঙ্গাপুরে সাইডে কাজ করা অবস্থায় মারা যান সবার ছোট ভাই রিয়াজুল ইসলাম কদম। ছয় মাসের ব্যবধানে মা এবং দুই ভাইকে হারিয়ে আমি এখন একা হয়ে গেছি। আমি সবার বড় অথচ আমি এখনো বেঁেচ আছি। আর আমার ছোট ভাই একে একে দুনিয়া থেকে চিরবিদায় নিল। এ যে কি কষ্ট কাউকে বোঝাতে পারবো না। আমার বুকখানা ভেঙ্গে খানখান হয়ে গেছে। কদমের সংসারে স্ত্রী রমিছা খাতুন রিনা এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ুয়া একমাত্র কন্যা হৃধী ইসলাম রয়েছে।পরিবারটি এখন একেবারে অসহায় হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, মেজ ভাই হারুন শেখের মৃত্যুর ৪০ দিন ঘনিয়ে আসায় গত ১৪ নভেম্বর শুক্রবার চেহলাম অনুষ্ঠান আয়োজনের প্রস্ততি নিচ্ছিলাম। তার আগের দিন ১৩ নভেম্বর বৃহস্পতিবার সিঙ্গাপুরে কর্মরত প্রতিষ্ঠানের একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন রিয়াজুল। সন্ধ্যার আগে সিঙ্গাপুর প্রবাসী এক ভাই বাড়ি ফোন করে জানায়, রিয়াজুল কাজের সাইড থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তখন থেকেই আমরা সবাই দুশ্চিন্তায় ছিলাম। রাতেই খবর আসে রিয়াজুল আর বেঁচে নেই। পরদিন শুক্রবার মেজ ভাই হারুনের চেহলাম অনুষ্ঠান আয়োজন সব বন্ধ করে দেই।

মান্নান শেখ আরো বলেন, রিয়াজুল প্রায় ১৮ বছর সিঙ্গাপুর থাকেন। সুযোগ পেলেই কাজের ফাঁকে আমাদের সাথে ফোনে কথা বলতো। দুর্ঘটনার দিন ১৩ নভেম্বর কথা হয়েছিল। কিন্তু ওই ছিল শেষ কথা, কেউ বুঝতে পারিনি। তবে রিয়াজের মৃত্যুর পর তাদের সিঙ্গাপুরের কোম্পানী লাশ দেশে পাঠানোর ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। এছাড়া রিয়াজের একমাত্র কন্যার পড়াশোনার খরচ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ওই প্রতিষ্ঠানসহ লাশ দ্রুত দেশে আনার পিছনে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের কাছে চির কৃতজ্ঞ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে ইউপি সদস্য, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাজবাড়ীতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণ নিয়ে বিএনপি প্রার্থীর মতবিনিময়

রাজবাড়ীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মামলা, প্রধান আসামী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে হামলা

রাজবাড়ী জেলার দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন 

রাজবাড়ীতে বিএনপির প্রার্থী গেলেন মনোনয়নবঞ্চিত নেতার বাড়িতে, কুশল বিনিময় ও দোয়া চাইলেন

জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত; রাজবাড়ী-১ আসনে খোন্দকার হাবিবুর রহমান ও রাজবাড়ী-২ এ শফিউল আজম খান

রাজবাড়ীতে হাদি হত্যার বিচার চেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন 

রাজবাড়ীতে ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

১৪ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি ও লঞ্চ চালু, চার ঘন্টা পর আটকে পড়া লঞ্চের যাত্রী উদ্ধার