
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে গত বছর জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় পুলিশ ইউনুস আলী মোল্লা (৫৮) নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আটদাপনিয়া গ্রামের মৃত আফতাব উদ্দিন মোল্লার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সদর থানার আটদাপুনিয়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শিক্ষার্থীরা আন্দোলন করছিল। আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। একই সঙ্গে হাত বোমাও নিক্ষেপ করে হামলাকারীরা। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তাদেরকে চিকিতসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নিতে গেলেও বাধা দেওয়া হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে ঘটনার প্রায় এক মাস পর ৩০ আগষ্ট সদর থানায় একটি মামলা করেন। এতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনকে চিহিৃত এবং আরো ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ইউনুস মোল্লাকে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গ্রেপ্তার করে। তাকে বুধবার বেলা এগারটার দিকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।