
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবু বক্কার খানকে (৪৮) গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। শনিবার বিকেলে তাকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
আবু বক্কার খান রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম গ্রামের করম আলী খানের ছেলে। তিনি দীর্ঘদিন রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে শনিবার রাতেই রাজবাড়ী সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
এছাড়া শনিবার রাতেই গোয়ালন্দ পৌর শহরের জামতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোয়ালন্দ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। শরিফুল গোয়ালন্দ পৌরসভার নছর উদ্দিন সরদার পাড়ার হেলাল উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃতদের আজ রোববার দুপুরের দিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ১০ নভেম্বর রাতে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের রথখোলা এলাকায় সরকার উৎখাত, রাষ্ট্রবিরোধী কার্যক্রম, জননিরাপত্তা বিপন্ন ও ত্রাস সৃষ্টিসহ লকডাউন কর্মসূচি বাস্তবায়নে নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী সেখানে ওই এলাকায় পাকা রাস্তার ওপর ব্যানার ও মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ১০ জনের নাম উল্লেখ করে এবং ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোয়ালন্দ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের জামতলা এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে রাতেই রাজবাড়ী সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
রাজবাড়ী জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কৃষকলীগ নেতা আবু বক্কার খানকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তাকে শনিবার রাতেই রাজবাড়ী সদর থানা হেফাজতে রাখা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার মামলায় শনিবার রাতে গোয়ালন্দ শহরের জামতলা থেকে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শরিফুল ইসলামকেও রাতে সদর থানা হেফাজতে রাখা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আজ রোববার দুপুরের দিকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়।