
মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া বায়তুল মামুর জামে মসজিদে উন্নয়ন কাজের জন্য সৌদি প্রবাসী ও হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ৫০ হাজার টাকা নগদ অর্থ সহযোগিতা প্রদান করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মোহাম্মদ হোসাইন নিজে মসজিদ কমিটির হাতে এ নগদ অর্থ তুলে দেন।
এ সময় মসজিদ কমিটির সভাপতি মো. কালাম ফকির, সমাজ প্রধান কুদ্দুস ফকির, আব্দুল লতিফ মন্ডল, চুন্নু ফকির, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান মোল্লা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নগদ অর্থ প্রদানকালে মোহাম্মদ হোসাইন বলেন, আপনারা আমাকে মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতার কথা বলেননি, আমি শুনতে পেরেছি একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হচ্ছে। এ জন্য আমি প্রাথমিক অবস্থায় ৫০ হাজার টাকা দিয়েছি। ভবিষ্যতে কাজ করেন আমি আরো সহযোগিতা করবো।