
শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সাথে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের পরিচিতি, মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেলে ইউএনও’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ইউএনও সাথী দাসের সাথে সাংবাদিকরা গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন- অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় ইউএনও গোয়ালন্দ উপজেলায় তার কর্মকালীন সময়ে সংবাদকর্মী ছাড়াও সকল স্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ইউএনও সাথি দাস বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা থাকলে জনগণের কল্যাণে কাজ করা আরও সহজ হবে।”
সভায় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক, দৈনিক যুগান্তর ও নাগরিক টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক লালটু, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম আহ্বায়ক, দৈনিক বাংলা ও বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মঈনুল হক মৃধা, যুগ্ম-সদস্য সচিব ও দৈনিক আমাদের রাজবাড়ীর প্রতিনিধি সাজ্জাদ হোসেন, যুগ্ম-সদস্য সচিব ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ ফিরোজ আহমেদ, ফোরামের সদস্য, দৈনিক আজকের দর্পণ ও দ্যা ফাইনান্সিয়াল পোস্টের প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা, আজকের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ মজিবুর রহমান জুয়েল, বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি সোহাগ মিয়া, চ্যানেল এস টিভি ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সভা শেষে নবাগত ইউএনওকে সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ইউএনও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামীতে গোয়ালন্দবাসীর জন্য কোন সকল কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।