Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

রাজবাড়ী থেকে চুরি করা মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার, আন্তজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলা মডেল মসজিদ থেকে চুরি করে নেয়া প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের মোটরসাইকেল বরিশালের গৌরনদী থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে জহিরুল ইসলাম ওরফে রনি (৩১) ও একই উপজেলার মাহিলারা গ্রামের রনজিত চন্দ্র ম-লের ছেলে খোকন ম-ল (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে পাংশা উপজেলা মডেল মসজিদের নিচতলার গ্যারেজে মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যান স্থানীয় যুবক আতিকুর রহমান কুতুব। নামাজ পড়ে এসেই দেখেন তার প্রায় তিন লাখ ৪০ হাজার টাকা মূল্যের সাদা ও গোলাপী রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেলটি নেই। কে বা কারা যেন তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় পরদিন শনিবার (২৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী আতিকুর রহমান বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা (নং-২৩) দায়ের করেন।

এর ধারাবাহিকতায় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ দেখে তথ্য প্রযুক্তির সহযোগিতায় বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের সন্ধান পান। পরবর্তীতে শনিবার বিকেল পাঁচটার দিকে বরিশালের গৌরনদী মডেল থানার মহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহিলারা বাজার সংলগ্ন খোকন ম-লের মোটরসাইকেলের গ্যারেজ থেকে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব রোববার বিকেলে বলেন, পাংশা মডেল থানায় মোটরসাইকেল চুরি মামলা দায়েরের পর পুলিশ সুপার মো. কামরুল ইসলামে নির্দেশনায় পুলিশের একাধিক দল তদন্তে নামেন। তথ্য প্রযুুক্তির সহযোগিতায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় প্রথমে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের রোববার বিকেলে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ