Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

মহাসড়কে উল্টে পড়া নসিমনের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, নসিমন চালক গুরুতর আহত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর ব্রীজের কাছে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া নসিমনের সাথে ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত নসিমন চালক ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার সন্ধ্যার আগ মুহুর্তে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম আশিকুর রহমান অনিক (২০)। সে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। এছাড়া রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপরদিকে গুরুতর আহত নসিমন চালক মো. হাসান (৪০) সদর উপজেলার বেদেরডাঙ্গা গ্রামের মো. নুরুন্নবীর ছেলে।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে একটি নসিমন বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আহলাদীপুর ব্রীজের কাছে যাওয়া মাত্র সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উল্টে যায়। এ সময় রাজবাড়ী শহর থেকে দ্রুত গতিতে মোটরসাইল (রাজবাড়ী ল-১২-০৬৩৫) চালিয়ে খানখানাপুর গ্রামের বাড়ি ফিরছিল আশিকুর রহমান অনিক। পথে উল্টে যাওয়া নসিমনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে স্বজোড়ে আঘাত করে। এতে মোটরসাইকেল আরোহী ও নসিমন চালক উভয় গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান অনিককে মৃত ঘোষণা করে। এছাড়া গুরুতর আহত নসিমন চালক হাসানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ রাত ৯টার দিকে নিহত আশিকুর রহমানের বাড়িতে অবস্থানকালে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে রাত ৯ টার দিকে পরিবারের কাছে আশিকুর রহমান অনিকের লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও নসিমন পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন