Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. লাইফস্টাইল
  6. স্বাস্থ্য
  7. ধর্ম ও জীবন
  8. আলোচিত খবর

ডেঙ্গুতে স্ত্রী ও মেয়ের মৃত্যু, রাজবাড়ীর সমিরের সংসার তছনছ হয়ে গেল

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সুকুমার মণ্ডলের ছেলে সমির মণ্ডল। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন। ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করেন গোপালগঞ্জের কাশয়ানি এলাকার স্ত্রী জয়ন্তী বিশ্বাসকে। দীর্ঘ ৯ বছর পর ২০২২ সালের ১১ জুন তাদের ঘরে জন্ম নেয় প্রতিভা মণ্ডল নামের কন্যা শিশু। প্রায় ছয় মাস আগে তাঁদের ঘরে জন্ম নেয় জানভি মণ্ডল নামের আরেক কন্যা শিশু। কিন্তু ভালোবাসার সুখের সংসার যেন নিমিষেই তছনছ হয়ে গেল।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে মারা যান সমির মণ্ডলের স্ত্রী জয়ন্তী বিশ্বাস (৩৪) ও মেয়ে প্রতিভা মণ্ডল (৩)। ভেঙে গেল একটি পরিবারের স্বপ্ন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। মা হারা হলো সমির মণ্ডলের ৬ মাস বয়সী মেয়ে জানভি।

পরিবার জানায়, স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ঢাকার মিরপুর-১ টোলারবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন। ১৩ সেপ্টেম্বর (শনিবার) রাতে প্রথমে তাঁর স্ত্রী জয়ন্তী বিশ্বাসের জ্বর আসে। পরদিন ১৪ সেপ্টেম্বর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা হলে জয়ন্তীর ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে তাঁকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরদিন ১৫ সেপ্টেম্বর তার বড় মেয়ে প্রতিভা মণ্ডলের জ্বর আসে। ১৭ সেপ্টেম্বর মেয়ের ডেঙ্গু পরীক্ষা করা হলে তারও ডেঙ্গু ধরা পড়ে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হঠাৎ তাঁর স্ত্রী জয়ন্তী বিশ্বাস বেশি অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স (বিআইএইচএস) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর চিকিৎসকরা জানান, তাঁর রক্তচাপ পাওয়া যাচ্ছে না। রাত ৯টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা আরও খারাপের দিকে গেলে তাঁকে ওইদিন রাত ১২টার দিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অন্যদিকে মেয়ে প্রতিভা মণ্ডলের অবস্থার অবনতি হলে ১৯ সেপ্টেম্বর দুপুরে তাকেও বিআইএইচএস হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তারও মায়ের মতো রক্তচাপ পাওয়া যাচ্ছিল না। যে কারণে পিআইসিইউতে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। ওই হাসপাতালে পিআইসিইউ না থাকায় তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সমির মণ্ডল বলেন, রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে দিয়ে জয়ন্তী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা থেকে গাড়িতে করে লাশ রোববার বিকেলেই আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে নিয়ে সমাধি করা হয়। ওই গাড়ি নিয়েই রাত এগারটার দিকে ঢাকায় মেয়ের কাছে পৌছি। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে আমার অনেক আদরের মেয়ে প্রতিভা মণ্ডলও মারা যান। আবার মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মেয়ে প্রতিভা মণ্ডলের লাশ নিয়ে আসি গ্রামের বাড়ি। মায়ের পাশেই আদরের মেয়ের নিথর দেহটি সমাধি করা হয়।

কান্নাজড়িত কণ্ঠে সমির মণ্ডল বলেন, ২০১৩ সালে জয়ন্তীকে ভালোবেসে পারিবারিকভাবে বিয়ে করেছিলাম। বিয়ের দীর্ঘ নয় বছরেও আমাদের কোন সন্তান হচ্ছিল না। অনেক চিকিৎসার পর ২০২২ সালের ১১ জুন মেয়ে প্রতিভার জন্ম হয়। আমার স্ত্রীর স্বপ্ন ছিল প্রতিভাকে ডাক্তার বানাবে। আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমার ছোট মেয়েটার বয়স এখন ৬ মাস চলছো। সেও এই বয়সে মা হারা হলো। আমি এখন কিভাবে বাঁচবো।

স্থানীয় বহরপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, তাঁর ইউপির বাঘুটিয়া গ্রামের সুকুমার মণ্ডলের ছেলে সমির মণ্ডল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকুরির সুবাদে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত রোববার স্ত্রী এবং পরদিন সোমবার বড় মেয়ে মারা গেলে মা ও মেয়েকে পাশাপাশি সমাহিত করা হয়েছে। একটি পরিবার নিমিষেই শেষ হয়ে গেল।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন