
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা উদীচী কর্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবদুস সামাদ মিয়াকে সভাপতি ও ধীরেন্দ্রনাথ দাসকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা, বাবন চক্রবর্তী, মুজিব আলম বকুল, মজিবর রহমান, তোফাজ্জেল হোসেন, আফরোজা ডলি, এজাজ আহম্মেদ ও আবদুল হালিম। কমিটি বাকী দুইজন সদস্য পরবর্তী সভায় কো-অপ্ট করা হবে।
শনিবার বেলা ১১টায় রাজবাড়ী উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদীচী কার্যালয়ে এসে শেষ হয়। উদ্বোধনের আগে গণসংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের শিল্পীবৃন্দ।পরে উদীচী মিলনয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক সুশান্ত কুমার রায়, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, সিপিবির সাবেক জেলা সভাপতি আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক আওয়াল আনোয়ার, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি মুজিব আলম বকুল, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কমল কে সরকার, ছাত্রনেতা সুকুমার সরকার, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, ছাত্রনেতা আবদুল্লাহ আল মাহমুদ রঞ্জন, তোফাজ্জেল হোসেন। আবদুল হালিম বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা।
সভায় বক্তারা বলেন, দেশের বিদ্যমান বৈষম্যমূলক কাঠামো ভেঙে দিয়ে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি এবং গণমানুষের রাষ্ট্র গঠনে বাম বিকল্পই একমাত্র পথ। এজন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম। সবশেষে সম্মিলিত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনের মধ্যে দিয়ে সম্মেলন সমাপ্তি হয়।