Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক আটকে ধান মাড়াই, পথচারীদের দুর্ভোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ আগস্ট ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল বেড়িবাধ সড়ক আটকে দীর্ঘদিন ধরে স্থানীয় অনেকে ধান মাড়াই করছেন। এতে সড়ক দিয়ে যানবাহনের পাশাপাশি পথচারীদের চলাচল করতে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে। যন্ত্র থেকে বের হওয়া খড় ছিটে মুখ-মাথায় আটকে দুর্ঘটনার শিকার হচ্ছেন। মাড়াই শেষে ওই খড় সড়কেই রোদে শুকাতে দেওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

খোঁজ নিয়ে জানা যায়, গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল বেড়িবাধ সড়কের গোয়ালন্দের মইজদ্দিন মণ্ডল পাড়া, রিয়াজ উদ্দিন পাড়া, পাশের কাচারিটেকসহ সড়কের অন্তত তিন থেকে চারটি স্থানে ধান মাড়াইয়ের যন্ত্র বসানো হয়েছে। সড়কের বেশিরভাগ জায়গা জুড়ে বড় বড় যন্ত্র বসানোর কারনে পাশ দিয়ে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। এমনকি পথচারীদের চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। মাড়াইয়ের খড় ছিটকে চোখে মুখে লেগে দুর্ঘটনার ঝুঁকি দেখা দিয়েছে। মাঝে মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে। আবার মাড়াই শেষে খড় ওই সড়কেই শুকাতে দিচ্ছেন।

কাচারিটেক এলাকায় ধান মাড়াই কাজে ব্যস্ত শহীদ মীর মালত বলেন, যন্ত্রটি পাশের ঈশান গোপালপুর থেকে ভাড়া করে আনা হয়েছে। মন প্রতি একটা অংশ যন্ত্রের মালিককে দিতে হয়। বাড়িতে জায়গা না থাকায় সড়কের ওপর ধান মাড়াই করে সড়কেই খড় রোদে শুকাতে হচ্ছে। এ ধরনের সমস্যা তো সব সময় হয়না। উপায় না পেয়ে আমাদের বাধ্য হয়ে সড়কে আসতে হচ্ছে।

একটি যন্ত্রের মালিক উসমান শেখ বলেন, আমরা ধান বা টাকার বিনিময়ে যন্ত্র ভাড়া চালাই। এখানে গৃহস্থ্য বা কৃষক যেখানে বসাতে বলবেন সেখানেই বসাই। তবে মানুষের সাথে চলাচলে সমস্যা না হয় এ জন্য সর্বোচ্চ সেই চেষ্টা করে থাকি। ইচ্ছা করে কখনো কারো সমস্যা সৃষ্টি করা হয় না।

সড়কের পাশেই আনন্দ বাজার এলাকার ব্যবসায়ীয় জাহিদ সরদার বলেন, তিনি সড়ক দিয়ে বাজারে আসার পথে মইজদ্দিন ম-ল পাড়ায় ধানের খড় ছিটে চোখে মুখে লাগে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।

গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী সিদ্দিক সরদার বলেন, তিনি সম্প্রতি জরুরি কাজে মোটরসাইকেল চালিয়ে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে কাচারিটেক এলাকায় ধান মাড়াইয়ের যন্ত্রের পাশ দিয়ে যাওয়ার সময় খড় ছিটে মুখে এসে লাগায় হেলমেটের সামনের অংশ আটকে যায়। এসময় সড়কের ওপর পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কয়েক দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, সড়ক আটকে জনদুর্ভোগ সৃষ্টি করে ধান মাড়াই কেন এমন কোন কাজ করা যাবে না। এ ধরনের কোন অভিযোগ কখনও কেউ দেয়নি। তারপরও বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের বোঝানোর চেষ্টা করা হবে। না মানলে সরেজমিন খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন